তালাক ডিভোর্স
প্রশ্নঃ ৩৯৬৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজু এক যুবক অনলাইনে রিলেশন করে এক মেয়েকে কোট কাবিন করে বিয়ে করে,মেয়ের পরিবার রাজি ছিলো না কিন্ত ছেলের পরিবার সাবাই রাজি ছিলো তার পর বাসায় হুজুর এনেও ইসলামিক শরিয়াত অনুযায়ী বিয়ে করে,, বিয়ের পরে ছেলে মেয়ে দুইজনই তওবা করে,, তো বিয়ের ১ সপ্তাহ পরে মেয়ের পরিবার ছেলের নামে থানায় মামলা করে এবং জোর পূর্বক পুলিশ এসে মেয়েকে ছেলের বাসা থেকে তুলে নিয়ে যায় তারপর অনেক দিন মেয়েকে,, জোর পূর্বক ঘরে আটকে রাখে এবং ছেলের সাথে কোনো যোগাযোগ করতে দেয়নি ১ বছর হয়ে গেছে এখন পযন্ত ছেলের সাথে মেয়ের কোনো যোগাযোগ নাই,,,তো প্রশ্ন হলো,,,,, তারা যেহেতু ইসলামিক শরিয়াত অনুযায়ী বিয়ে করে এবং তাদের মধ্যে এখনো তালাক হয়নি,,, তো এখন যদি ওই মেয়েকে অন্য কোন যায়গায় বিয়ে দেয় সে বিয়ে যায়েয হবে কি??? এই বিষয়ে ইসলাম কি বলে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কারো যদি পূর্বের স্বামীর সঙ্গে শরীয়তসম্মতভাবে ছাড়াছাড়ি না হয়ে থাকে, তাহলে কোনভাবেই অন্য জায়গায় বিয়ে বৈধ নয়।
সূত্র: ইসলামী আইনের বিখ্যাত গ্রন্থ রদ্দুল মুহতার- ৪/৪৫৬, কানযুদ দাকায়েক-৯/১৮৭, কিতাবুন নাওয়াযিল-৯/১৫২, ফাতওয়ায়ে মাহমুদিয়া-১০/৪০৮-৪৪৩, বাহরুর রায়েক-৯/৩৯৭।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন