আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্বপ্নে সুরা কাহাফ পড়তে দেখলে

প্রশ্নঃ ৯৩৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বপ্নে সুরা কাহাফ পড়তে দেখলে কি হয়

১৭ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লামা ইবনে সিরিনি রহ. তার বিখ্যাত গ্রণ্থ তাফসিরুল আহলাম এ উল্লেখ করেন, যে ব্যক্তি ঘুমের মধ্যে সুরাত আল-কাহফ বা তার কিছু অংশ পাঠ করে, অথবা তার সামণে কেউ পাঠ করে শোনায়: নাফে’ এবং ইবনে কাছির বলেছেন: তার জীবন দীর্ঘ হবে। অবস্থা ভালো হবে। এবং জীবনে তার একটি আনন্দঘন মুহূর্ত থাকবে। তাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন: তিনি জীবনে ক্লান্ত না হওয়া পর্যন্ত বেঁচে থাকবেন, এবং তিনি ধর্মের সমস্ত গুণাবলীর রক্ষক হবেন এবং অন্যান্য সব মানুষের তুলনায় তার প্রচুর অর্থ থাকবে এবং তার ইচ্ছা থাকবে। এবং বলা হয়েছিল: তিনি একটি অহংকারী শত্রুর ভয়ে সন্ত্রস্ত থাকবে এবং তারপরে নিরাপত্তা লাভ করবেন এবং শত্রু ও অনিষ্ঠ থেকে মুক্তি পাবেন।(তাফসিরুল আহলাম-591) আল্লাহ তায়ালা আপনার স্বপ্নকে বাস্তবতায় রূপান্তর করুন। আমিন।
ومن قرأ في النوم سورة الكهف أو شيئا منها، أو قرئت عليه، قال نافع، وابن كثير: يكون طويل العمر، حسن الحال، ویرزق حظة عظيمة في حياته . وقال بعضهم: يعيش حتى يسأم الحياة ، ويكون حافظا لخصال الدين كلها، ويكون كثير المال من جميع الأجناس، وينال الأماني . وقيل : يدرکه خوف من عدو مكابر، وأمن بعد ذلك، ونجاة من أعداء وشر.

والله اعلم بالصواب

মুফতি সাইজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদরাসা, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১০৭৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি স্বপ্নে দেখলাম কেও একজন আমার কাছের মানুষ আমকে বললো আমার হাতের আংগুলের দিকে কিছু ফোস্কা পরার মতো কিছু দাগ আর এইগুলা একটা রোগের লক্ষন।তখন জিজ্ঞাসা করায় আমাকে বললো আমার ক্যান্সার রোগ ধরা পড়েছে,,অর্থাৎ আমি মারা যাবো বেশিদিন বাঁঁচবো না,,তো আমিও বলে উথলাম আলহামদুলিল্লাহ আর আমি খুশির একটা চেহারা নিয়াই ছিলকম মুখে যেমন আলহামদুলিল্লাহ অন্তর থেকে ও আলহামদুলিল্লাহ এমন ছিলান। আর আমি একবার বললাম নাকি ভাবলাম যে আমার জন্য এইটা খুশির ব্যাপার কারন আল্লাহর ডাক আসছে আর আমার যাওয়া লাগবে সাক্ষাৎ এর জন্য।
এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ নভেম্বর, ২০২১
ঢাকা
#১৩৪৯২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
গত এক সপ্তাহ ধরে নিয়মিত স্বপ্ন দেখছি।আমি রাতে ঘুমানোর সময় টুকটাক আমল করে ঘুমাই।
স্বপ্নগুলোর মধ্যে কিছু এমন যেঃ-
একদিন দেখি আমি বাথরুমে প্রস্রাব করছি আমার পিছনে ফ্লাস এর উপর একটা লোক বসা।আমি স্পষ্ট তার চেহারা দেখেছি। এখন পর্যন্ত মনে আছে তার চেহারা।আমার পরিচিত কেউ না।যখন সে পিছনে ফ্লাসের উপর বসা ছিলো আমি জানতাম না। হঠাৎ উঠে পিছনে তাকিয়ে মুখোমুখি হই আর অবাক হই।

দ্বিতীয় স্বপ্নঃ-উস্তাযাহ জাইন একটা ঘরে তালিম করছে আর সেখানে কোনো এক কারনে সে রাগান্বিত হয়েছেন।
তৃতীয় স্বপ্নঃ- আমি কাকে যেনো বউ সাজাচ্ছি।নিজ হাতে খুব যত্ন করে।
চতুর্থ স্বপ্নঃ উল্টো পালটা দেখেছি।
পঞ্চম স্বপ্নঃ-একজন পরিচিত মানুষ আমাকে বিয়ে করেছে তার সাথে সহবাস করছি( আস্তাগফিরুল্লাহ) উল্লেখ্য, আমি অবিবাহিত।


এক এক দিন এক এক স্বপ্ন দেখছি।পারিবারিক অশান্তি ও মানসিক অশান্তি রয়েছে খুব।দোয়া করবেন আমার জন্য।আগে সালাত ঠিক ছিলো এখন ফজরে উঠতে পারিনা।কষ্ট হয় খুব ফজরে উঠতে পারিনা এজন্য। সব এলোমেলো হয়ে গেছে।
৭-৮ মাস ধরে মাসিক ও হয়না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৯ ফেব্রুয়ারী, ২০২২
শমশেরনগর
#১৩৭৭৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اسلام عليكم ورحمةالله وبركته

উত্তর টা খুব Emergency

গত কয়েকমাস আগে আমাদের এলাকার মসজিদের দীর্ঘ দিনের খতিব সাহেব মাওলা আবুল বাশার সাহেব মারা যান,
উনি খুব গভীর ইলম ওয়ালা পরহেজগার আলেম ছিলেন,, ফিকহি মাস'আলা খুব ভাল বুঝতেন।
দীর্ঘ অনেক বছর দ্বীনের খেতমত করেছেন।

এখন আমার প্রশ্ন হচ্ছে

গত দুই রাতের আগের রাতে আমি স্বপ্নে দেখি
হুজুর সাদা টুপি সাদা পাঞ্জাবী পরিহিত অবস্থায় আমাদের কয়েক জনের সাথে একটা দাওয়াতে আসছেন, একদম হাসি মাখা মুখ নিয়ে এবং আমার সাথে মুসাফাহাও করেছেন।

হুজুরের সাথে মুলাকাত করতে চাইলে হুজুর কোনো একটি কারণ দেখিয়ে নিষেধ করেন।।

এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে??

সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরাম বা মুফতিয়ানে কেরাম কর্তৃক উত্তর আশা করছি।

جزاك الله خيرا فۍ دنياوالاخرة
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ ফেব্রুয়ারী, ২০২২
চকরিয়া