আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২৩৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বপ্নে দাঁত পড়া দেখলে তার ইসলামিক ব্যাখ্যা কী?

৩ জানুয়ারী, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




স্বপ্নে দাত পড়া প্রসঙ্গে বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরীণ রহ. বলেন- যদি কেহ স্বপ্নে দেখে তার দাত পড়ে গেছে, তাহলে তার ব্যাখ্যা হবে তার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়বে। যদি দেখে দাত পড়ে হাতে এসে গেছে, অথবা সে নিজের কাপড়ে ধারণ করে নিয়েছে, কিংবা নিজের পকেটে পুরে নিয়েছে অথবা ঘরে রেখে দিয়েছে, তাহলে ব্যখ্যা হবে তার ছেলে অথবা ভাই বোন জন্ম নিবে।
সুত্র - স্বপ্নের ব্যখ্যা, আল্লামা মুহাম্মদ ইবনে সিরীন রহ.

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১১০৪৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
আমি স্বপ্নে দেখি আমি অনেক বুড়ো হয়ে গেছি।।হাতে লাঠি ভর দিয়ে হাটি।।আমি একটা বড় ওরনা জরিয়ে আছি।।।এবং একটা বড় মাঠে আমি অনেক অনেক ছেলে দের জামায়াতে নামাজের ইমামতি করছি এবং তাদের হাদিস কুরআনের বিষয় জানাচ্ছি।।এর পর আমার সামনে দুটো কবর আসে,, দুইটির উপরে অনেক বড় বড় দুটি সাপ ছিল।।আমার পাশে কয়কজন লোক দারানো ছিলো নামাজি পোশাক পরা।।আমি তাদের বলছিলাম যে "নামায ঠিক মত পড়ো।।ওই কবরে সাপ যাচ্ছেনা কারণ সেটা ভালো কবর।।ভালো কবরের ভিতরে সাপ যায় না উপ্র দিয়ে খারাপ কবরে যায়।" -এরকম টাইপের কথা বলেছিলাম আমার সম্পুর্ন টা মনে নেই।।
এটার ব্যাখ্যা দিন দয়া করে।।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২ ডিসেম্বর, ২০২১
দ্বোলেশ্বর গ্রাম