প্রশ্নঃ ১১০৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমি স্বপ্নে দেখি আমি অনেক বুড়ো হয়ে গেছি।।হাতে লাঠি ভর দিয়ে হাটি।।আমি একটা বড় ওরনা জরিয়ে আছি।।।এবং একটা বড় মাঠে আমি অনেক অনেক ছেলে দের জামায়াতে নামাজের ইমামতি করছি এবং তাদের হাদিস কুরআনের বিষয় জানাচ্ছি।।এর পর আমার সামনে দুটো কবর আসে,, দুইটির উপরে অনেক বড় বড় দুটি সাপ ছিল।।আমার পাশে কয়কজন লোক দারানো ছিলো নামাজি পোশাক পরা।।আমি তাদের বলছিলাম যে "নামায ঠিক মত পড়ো।।ওই কবরে সাপ যাচ্ছেনা কারণ সেটা ভালো কবর।।ভালো কবরের ভিতরে সাপ যায় না উপ্র দিয়ে খারাপ কবরে যায়।" -এরকম টাইপের কথা বলেছিলাম আমার সম্পুর্ন টা মনে নেই।।এটার ব্যাখ্যা দিন দয়া করে।।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং আপনার দ্বা তার বান্দর উপকার কামনা করছেন।
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম করুন। বেশী বেশী দান সদকা করতে থাকুন। নিজে পুরোপুরি দীনের ওপর চলে পরিবার ও অধীনস্তদের দীনের ফিকির করুন। সতৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে থাকুন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন