আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নিজের পিতার সাথে ঝগড়া করতে স্বপ্নে দেখা

প্রশ্নঃ ৯৪৮৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সপ্নে দেখেছি আমার বাবার সাথে আমার ঝগড়া চলতিছে। এবং এক পর্যায়ে আমি তার সাসে ধাক্কাধাক্কি করি। এই সপ্নের ব্যাখ্যা দিন দয়া করে। অগ্রিম ধন্যবাদ।

১১ মার্চ, ২০২৫
কিশোরগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আপনার পিতা যদি জীবদ্দশায় থাকেন তাহলে সম্ভবত তার সাথে আপনার কোন পর্যায়ে আদবের পরিপন্থী আচরণ হচ্ছে। পিতার খিদমতের প্রতি যত্নশীল হোন। কোন রকম বেয়াদবী মূলক আচরণ হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন। মনে রাখবেন পিতা-মাতার সন্তুষ্টির মাঝে আল্লাহ সন্তুষ্টি নিহিত রয়েছে।

رضِى الربِّ فِي رضى الْوَالِدِ وَسخْطُ الرَّبِّ فِي سخْطِ الْوَالِدِ
রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ মাতা–পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি এবং মাতা–পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। —তিরমিযী

আর যদি আপনার পিতা ইতোপূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন, সেক্ষেত্রে মৃত্যুর পর পিতার যে হক তা আদায়ে আপনার পক্ষ থেকে ত্রুটি হচ্ছে। সে ক্ষেত্রে পিতার জন্য ইস্তিগফার করুন, সদাকাহ জারিয়ার ব্যবস্থা করুন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৩৮১৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার মামি মারা গেছেন ৯ বছর।
আমি স্বপ্নে দেখলাম যে তার মেঝ মেয়ে রাত্রে তাকে কবর থেকে উঠালো। তখনও সে মৃত ছিলো.. দেখলাম মুরগি যেভাবে ছোলা হয় ঠিক সেভাবে একটা মুরগির মতো ছোলা।
মানে একটা চামড়া ছাড়া ছোলা মুরগি তার লাশের বদলে..!
আমি তার মেঝ মেয়েকে জিজ্ঞেসা করলাম তাকে কেন এভাবে কবর থেকে তুলা হলো, সে বলল হাশরের মাঠে তো তাকে আবার মাংস সম্মতই উঠানো হবে..!!!
এইসব দৃশ্য দেখে স্বপ্নের মধ্যেই আমার খুব ভয় লাগছিলো।
আর যে সময় থেকে আমি এই স্বপ্ন দেখেছি এখন পর্যন্ত ও এই স্বপ্ন আমাকে খুব চিন্তিত ও ভাবিয়ে তুলেছে।
আমার এই স্বপ্নের ব্যাখ্যা কী জানালে উপকৃত হব।
ধন্যবাদ!
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ ফেব্রুয়ারী, ২০২২
Shiruail
#১৩৪৯২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
গত এক সপ্তাহ ধরে নিয়মিত স্বপ্ন দেখছি।আমি রাতে ঘুমানোর সময় টুকটাক আমল করে ঘুমাই।
স্বপ্নগুলোর মধ্যে কিছু এমন যেঃ-
একদিন দেখি আমি বাথরুমে প্রস্রাব করছি আমার পিছনে ফ্লাস এর উপর একটা লোক বসা।আমি স্পষ্ট তার চেহারা দেখেছি। এখন পর্যন্ত মনে আছে তার চেহারা।আমার পরিচিত কেউ না।যখন সে পিছনে ফ্লাসের উপর বসা ছিলো আমি জানতাম না। হঠাৎ উঠে পিছনে তাকিয়ে মুখোমুখি হই আর অবাক হই।

দ্বিতীয় স্বপ্নঃ-উস্তাযাহ জাইন একটা ঘরে তালিম করছে আর সেখানে কোনো এক কারনে সে রাগান্বিত হয়েছেন।
তৃতীয় স্বপ্নঃ- আমি কাকে যেনো বউ সাজাচ্ছি।নিজ হাতে খুব যত্ন করে।
চতুর্থ স্বপ্নঃ উল্টো পালটা দেখেছি।
পঞ্চম স্বপ্নঃ-একজন পরিচিত মানুষ আমাকে বিয়ে করেছে তার সাথে সহবাস করছি( আস্তাগফিরুল্লাহ) উল্লেখ্য, আমি অবিবাহিত।


এক এক দিন এক এক স্বপ্ন দেখছি।পারিবারিক অশান্তি ও মানসিক অশান্তি রয়েছে খুব।দোয়া করবেন আমার জন্য।আগে সালাত ঠিক ছিলো এখন ফজরে উঠতে পারিনা।কষ্ট হয় খুব ফজরে উঠতে পারিনা এজন্য। সব এলোমেলো হয়ে গেছে।
৭-৮ মাস ধরে মাসিক ও হয়না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৯ ফেব্রুয়ারী, ২০২২
শমশেরনগর