প্রশ্নঃ ১৩৮১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মামি মারা গেছেন ৯ বছর। আমি স্বপ্নে দেখলাম যে তার মেঝ মেয়ে রাত্রে তাকে কবর থেকে উঠালো। তখনও সে মৃত ছিলো.. দেখলাম মুরগি যেভাবে ছোলা হয় ঠিক সেভাবে একটা মুরগির মতো ছোলা। মানে একটা চামড়া ছাড়া ছোলা মুরগি তার লাশের বদলে..!আমি তার মেঝ মেয়েকে জিজ্ঞেসা করলাম তাকে কেন এভাবে কবর থেকে তুলা হলো, সে বলল হাশরের মাঠে তো তাকে আবার মাংস সম্মতই উঠানো হবে..!!!এইসব দৃশ্য দেখে স্বপ্নের মধ্যেই আমার খুব ভয় লাগছিলো। আর যে সময় থেকে আমি এই স্বপ্ন দেখেছি এখন পর্যন্ত ও এই স্বপ্ন আমাকে খুব চিন্তিত ও ভাবিয়ে তুলেছে।আমার এই স্বপ্নের ব্যাখ্যা কী জানালে উপকৃত হব।ধন্যবাদ!
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বপ্ন সম্পর্কে প্রথম কথা হলো- স্বপ্ন এক রহস্যময় জগত। আমাদের বাস্তব জীবনের আনেক কিছুই স্বপ্নের সাথে মিলে না। স্বপ্নে আমরা আনেক আনন্দদায়ক জিনিস দেখি কিন্তু বাস্তবে দেখি তার উল্টো।আবার কিছু জিনিস আছে স্বপ্নে বেদনাদায়ক হলেও বাস্তবে সেটা অত্যন্ত অনন্দদায়ক। আমাদের জীবন পদ্ধতি, কাজ-কর্ম, চলা-ফেরা, চিন্তা-চেতনা এবং আচার-অনুষ্ঠানের অনেক ভাবনাই কখনো কখনো স্বপ্ন হিসেবে আমাদের কাছে ফোটে উঠে। মানসিক চাপ, পারিবারিক অশান্তি ইত্যাদীও অনেক সময় স্বপ্নে ধরা দেয়। কাজেই স্বপ্নকে কখনো এরচেয়ে বেশী গুরুত্ব দিবেন না।
কোনো দুঃস্বপ্ন দেখলে করণীয় হলো,
এক. স্বপ্নের অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তিনবার ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পড়া। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। (মুসলিম, হাদিস : ২২৬২)।
দুই. শরীরের বাঁ দিক করে তিনবার (বাতাসে আদ্র ধরনের) থুথু নিক্ষেপ করবে। (মুসলিম, হাদিস : ২২৬১)
তিন. যে কাত হয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, সে কাত পরিবর্তন করে অন্য দিকে মুখ ফিরিয়ে শোবে। (মুসলিম, হাদিস : ২২৬২) অবস্থা বদলে দেওয়ার ইঙ্গিতস্বরূপ এটা করা হয়ে থাকে।
চার. খারাপ স্বপ্ন দেখলে কারও কাছে বলবে না। আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবে না। (বুখারি, হাদিস : ৬৫৮৩)
পাঁচ. নামাজ পড়বে। (মুসলিম, হাদিস : ২২৬৩)
এখন করণীয় হল, ইসলামের প্রত্যেকটি বিধানকে গুরুত্ব সহকারে মেনে চলা । বিশেষকরে সঠিক সময়ে সালাত আদায় করা
সাধ্যমতো দান-সদকাহ করা
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন