আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্বপ্নে কোন নারী নিজেকে গর্ভবতী দেখা

প্রশ্নঃ ৩৩৯০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সপ্নে নিজেকে গর্ভবতী দেখা এর কি দ্বীনি কোন ব্যাখ্যা আছে, মাঝে মাঝেই এই সপ্ন দেখি। আজকে ফজরের পর একটু ঘুমাইছিলাম তখন সপ্নে নিজেকে গর্ভবতি দেখলাম।আমার ১০ মাসের একটা মেয়ে বাচ্চা আছে। আমি কেন এইরকম সপ্ন দেখি এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে কিসের ইংগিত দিচ্ছেন।

৮ জুন, ২০২৩
Shibchar

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আপনি নিজেকে গর্ভবতী দেখা খুবই ভালো ইঙ্গিত আলহামদুলিল্লাহ। অচিরেই আল্লাহ তায়ালা আপনাকে বরকত পূর্ণ রিজিক নসিব করবেন। দুনিয়ার কল্যাণ অর্জন করবেন, লাভবান হবেন ইনশাআল্লাহ।

مشاهدة المرأة المتزوجة لنفسها في المنام وهي حامل دلالة على أنها ستحصل على رزق كثير وأنها ستنال خيرات ومنافع كثيرة

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর