প্রশ্নঃ ১৩৪৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত এক সপ্তাহ ধরে নিয়মিত স্বপ্ন দেখছি।আমি রাতে ঘুমানোর সময় টুকটাক আমল করে ঘুমাই।স্বপ্নগুলোর মধ্যে কিছু এমন যেঃ-একদিন দেখি আমি বাথরুমে প্রস্রাব করছি আমার পিছনে ফ্লাস এর উপর একটা লোক বসা।আমি স্পষ্ট তার চেহারা দেখেছি। এখন পর্যন্ত মনে আছে তার চেহারা।আমার পরিচিত কেউ না।যখন সে পিছনে ফ্লাসের উপর বসা ছিলো আমি জানতাম না। হঠাৎ উঠে পিছনে তাকিয়ে মুখোমুখি হই আর অবাক হই।দ্বিতীয় স্বপ্নঃ-উস্তাযাহ জাইন একটা ঘরে তালিম করছে আর সেখানে কোনো এক কারনে সে রাগান্বিত হয়েছেন।তৃতীয় স্বপ্নঃ- আমি কাকে যেনো বউ সাজাচ্ছি।নিজ হাতে খুব যত্ন করে।চতুর্থ স্বপ্নঃ উল্টো পালটা দেখেছি।পঞ্চম স্বপ্নঃ-একজন পরিচিত মানুষ আমাকে বিয়ে করেছে তার সাথে সহবাস করছি( আস্তাগফিরুল্লাহ) উল্লেখ্য, আমি অবিবাহিত। এক এক দিন এক এক স্বপ্ন দেখছি।পারিবারিক অশান্তি ও মানসিক অশান্তি রয়েছে খুব।দোয়া করবেন আমার জন্য।আগে সালাত ঠিক ছিলো এখন ফজরে উঠতে পারিনা।কষ্ট হয় খুব ফজরে উঠতে পারিনা এজন্য। সব এলোমেলো হয়ে গেছে।৭-৮ মাস ধরে মাসিক ও হয়না।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী! আপনি স্বপ্ন সম্পর্কে জানতে চেয়েছেন। এব্যাপারে প্রথম কথা হলো, আসলে স্বপ্ন এক রহস্যময় জগত।আমাদের বাস্তব জীবনের আনেক কিছুই স্বপ্নের সাথে মিলে না। স্বপ্নে আমরা আনেক আনন্দদায়ক জিনিস দেখি কিন্তু বাস্তবে দেখি তার উল্টো।আবার কিছু জিনিস আছে স্বপ্নে বেদনাদায়ক হলেও বাস্তবে সেটা অত্যন্ত অনন্দদায়ক। আমাদের জীবন পদ্ধতি, কাজ-কর্ম, চলা-ফেরা, চিন্তা-চেতনা এবং আচার-অনুষ্ঠানের অনেক ভাবনাই কখনো কখনো স্বপ্ন হিসেবে আমাদের কাছে ফোটে উঠে। মানসিক চাপ, পারিবারিক অশান্তি ইত্যাদীও অনেক সময় স্বপ্নে ধরা দেয়। কাজেই স্বপ্নকে কখনো এরচেয়ে বেশী গুরুত্ব দিবেন না।
সর্বদা অজু ও নেক আমলের সাথে থাকার চেষ্টা করেন। অন্যান্য ইবাদাতের সাথে অধিক পরিমানে আল্লাহ তায়ালার যিকির করেন পাঁচ ওয়াক্ত নামাজের পরের তাসবিহ, ফজর মাগরিবের পরের তাসবিহ, সকাল সন্ধার আমলগুলো নিয়মিত করবেন। রাতে ঘুমানের আগে অজু করে তিনবার সুরা ইখলাস, তিনবার সুরা নাস এবং তিনবার সুরা ফালাক পড়ে শরীরে ফুঁ দিবেন, আয়াতুল কুরসি, সুরা বাকারার শেষ দুই আয়াত, সূরা মুলক, সূরা কাফিরূন, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল হামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়ে তারপর ঘুমের দুআসমূহ পড়ে ঘুমাবেন।
সাধ্যমতো দান সদকা করুন। কেননা দানের মাধ্যমে অনেক বিপাদাপদ দূর হয়। ইনশাআল্লাহ আশা করি ওই সমস্যাগুলো আর হবে না।
চতুর্থ ও পঞ্চম স্বপ্নে আপনাকে বিবাহের সংবাদ জানানে হচ্ছে বলে মনে হয়।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন