আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রাইভেট মাদরাসায় জুমার জামাত

প্রশ্নঃ ৮৮১৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাড়ায় চালিত কোন মাদ্রাসায় জুমার নামাজের হুকুম কি? কুরআন হাদিস ও ফিকার কিতাবের রেফারেন্স সহ জানতে চাই

৭ ফেব্রুয়ারী, ২০২৫
হালুয়াঘাট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
শরিয়তে ইসলামীতে জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। একারণেই জুমার জন্য কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। যেখানে সেখানে জুমার নামাজ আদায় করা জুমার গুরুত্ব কমিয়ে দেয়।পক্ষান্তরে মসজিদে বা বড় জায়গায় জুমা আদায় করলে মুসলমানদের শান-শওকত ও ঐতিহ্য প্রকাশ পায়। তাছাড়া শর্ত পাওয়া না গেলে জুমার নামাজ সহিহ হবে না।
সুতরাং মাদরাসা ভাড়ায় চালিত হোক আর স্থায়ী জায়গায় হোক উভয়টির হুকুম একই হবে। (জুমার শর্তসমূহ জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।) কাজেই অতি নিকটে জুমার মসজিদ থাকার পরও মসজিদ ছাড়া কোনো স্থানে জুমার নামাজ আদায় করা উচিত হবে না।
একান্তুই যদি ছাত্রদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে এমনটি করার প্রয়োজন দেখা দেয় তাহলে আমাদের পরামর্শ হলো, নাবালেগ ছাত্রদের মাদরাসায় রেখে বালেগ ছাত্রদের নিয়ে দায়িত্বশীল উস্তাদ মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন। যেহেতু নাবালকের ওপর জুমা নেই তাই তাদের দায়বদ্ধতাও নেই। কিন্তু যদি শুধু নাবালেগদের রেখা যাওয়াও সম্ভব না হয় কিংবা অনিরাপদ মনে হয় তাহলে উস্তাদদে তত্ত্বাবধানে সকলেই মসজিদে গিয় জুমা পড়বে।

প্রয়োজন মসজিদের সন্নিকটের কোনো ভবনে মাদরাসা স্থানান্তর করে নিবে। তবুও যত্রতত্র জুমা কায়েম করবে না।

وفي الحلبی الكبیر

"وفي الفتاوی الغیاثیة: لوصلی الجمعة في قریة بغیر مسجد جامع والقریة کبیرة لها قری وفیها وال وحاکم جازت الجمعة بنوا المسجد أو لم یبنوا … والمسجد الجامع لیس بشرط، ولهذا أجمعوا علی جوازها بالمصلی في فناء المصر". (ص؛551، فصل فی صلاۃ الجمعۃ، ط؛ سہیل اکیڈمی)



জুমার শর্তসমূহ জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন। এভাবে জুমার নামাজ আদায় করা বৈধ হবে না। যদি ছাত্রদের নিরাপত্তার বিষয় সামনে রেখে এমনটি করা হয়ে থাকে তাহলে নাবালেগ ছাত্রদের মাদরাসায় রেখে বালেগ ছাত্রদের নিয়ে দায়িত্বশীল উস্তাদ মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন