আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ঘুমে বোবা শয়তানে ধরে

প্রশ্নঃ ৮৬৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ঘুমের মধ্যে আমাকে একটা জীন অনেক ডিস্টার্ব করতেছে আমাকে ঘুম যেতে দিচ্ছে না আর খারাপ খারাপের প্রতি আসক্ত করতেছে। আমি ঝাডফুক করার পরেও সে আমাকে ডিস্টার্ব করতেছে অনেক। সহি হাদিস দ্বারা এরকম ডিস্টার্ব না করার কিছু আমাকে উপদেশ দিন। দয়াকরে মহতারাম, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা থাকবো যদি দেন।

১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Jeddah ২২৩৪২ ২৬০৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


নামাজ সহ অন্যান্য এবাদত গুলোর প্রতি আরো যত্নবান হোন এবং সকাল-বিকালের মাসনুন দোয়া সমূহ আদায় করুন! বিশেষ করে সূরা আহাদ, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়ে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মুছে দিন, সকাল বিকাল অর্থাৎ ফজরের পর এবং মাগরিবের পর আমলগুলো অব্যাহত রাখুন! এরপরও কাজ না হলে শায়খ যাকারিয়া রাহিমাহুল্লাহ তা'আলা -এর মনজিল নামক পুস্তিকাটির সকাল বিকাল আমল করুন! ইনশাল্লাহ, ফায়দা পাবেন! বিশেষ দ্রষ্টব্য - আমাদের মুসলিম বাংলা অ্যাপ থেকেও মঞ্জিলের আমল করতে পারেন ! এটা প্রতিনিয়ত ফজর ও মাগরিবের পরে পড়তে থাকুন এবং শরীরের মধ্যে ফু দিন! ইনশাল্লাহ, অবশ্যই উপকার পাবেন! সরাসরি হার্ডকপি থেকে আমল করতে পারলে আরো ভালো!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#৭৯৫৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যেখানে থাকি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা বড় কবরস্থান আছে। আর তার পাশেই একটা পুকুর আছে। লোকে বলে সেই পুকুরে কি যেন আছে সেখানে কেও নামলেই তাকে ভেতরে টেনে নিয়ে যায়। কি আছে কেও জানে না ১৭০০/১৮০০ সনের কথা, সেখানে যখন বিয়ের লাগতো তখন নাকি সেই পুকুর থেকে অনুষ্ঠানে
ব্যবহারের জন্য সর্ণের হারি পাতিল ভেসে উঠত যা ব্যবহার করে তারা খাওয়া দাওয়া করত। এবং কাজ শেষে তা পুকুরে ভাসিয়ে দিত
আর সেই সর্ণের জিনিস যদি কেও চুরি করত তাহলে তার পুরো বংশ ধ্বংস হয়ে যেত। আর এরকম লোকে করা তে আর সেখান থেকে জিনিস বেসে উঠত না। তারপর সেটা খারাপ হতে লাগল। কেও গেলেই সে গায়েব হয়ে যেত। আমি বিশ্বাস করি যে সেখানে খারাপ জিন আছে।
কি আছে সেখানে? ইসলামে আলোকে যদি আপনাদের কাছে এর উত্তর থাকে যানাবেন । আমি লোকদের মনে এই ভুল ধারণা বদলাতে চাই।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১২ আগস্ট, ২০২১
ঢাকা