আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

হিজামা সম্পর্কে ইসলাম কি বলে?

প্রশ্নঃ ১২৩৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? হুজুর আমার বাবার মেরুদন্ড সমস্যা হয়েছে আবার হার্টের সমস্যা আমি জানতে চাচ্ছি হিজামা কি? আর হিজামা সম্পর্কে ইসলাম কি বলে? কোথা থেকে হিজামা করা টা ভালো হবে?

১৬ জুন, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


"হিজামা’ আরবি শব্দ। যার অর্থ হলো ‘শোষণ’, আমরা বাংলা ভাষায় যাকে শিঙা লাগানো বলে জানি। এটি একটি প্রাচীন চিকিৎসা-পদ্ধতি। রাসূল সা. নিজে এ চিকিৎসা গ্রহণ করেছেন এবং সাহাবায়ে কেরামকে তা গ্রহণ করতে উৎসাহিত করেছেন। চিকিৎসাটি কার্যকরীও বটে। বর্তমানে যাকে হিজামার পাশাপাশি ‘কাপিং’-ও বলা হয়। অনেক হাদিসে রাসূল সা.-এর বিভিন্ন অঙ্গে বিভিন্ন সময় শিঙা লাগানোর বর্ণনা এসেছে। বুখরির এক হাদিসে এসেছে,
صحيح البخاري (7/ 124)
احْتَجَمَ وَأَعْطَى الحَجَّامَ أَجْرَهُ،
অর্থাৎ, রাসূল সা. শিঙা লাগিয়েছেন এবং যে শিঙা লাগিয়েছে তাকে পারিশ্রমিক দিয়েছেন।
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হিজামা সেন্টার আছে। নিকটস্থ হিজামা সেন্টারে যোগাযোগ করে আপনার বাবার হিজামার ব্যবস্থা করতে পারেন।

والله اعلم بالصواب

মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৩২৬৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
হযরত কেমন আছেন। আমার এক খালাতো বোন আছে। তার নাম দিপা। তার বয়স ২৫-২৬ বছর। তার না অনেক সমস্যা বা রোগ। সে ছোট থেকে হেপাটাইটিস রোগে আক্রান্ত। চিকিৎসা নেওয়ার পরে হেপাটাইটিস রোগ ভালো হয়। কিন্তু পরে ১ বছর ঔষধ সেবন করা বন্ধ ছিল। তারপর আবার রোগটা বেরে যায়। এখনও ভালো হয় নাই। এই কয়েকদিন ধরে সে বলতেছে যে তার নাকি শরীর টা বেশি খারাপ। শরীর নাকি ভার ভার লাগে। কয়েক দিন আগে সারা শরীরে বরনে মতো কী যেন হয়ে ভরে গেয়েছিল। তারপর সেইগুলো ভালো হয় । কিন্তু সারা শরীর কালো হয়ে যায়। তার এখনও বিয়ে হয় নাই। অনেক চেষ্টা করতেছে কিন্তু বিয়ে দিতে পারছে না। সে ছোট থেকে ঘুমের মধ্যে কথা বলে, আবার মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠে, তার পাশে কেউ ঘুমাতে পারে না, পাশে থাকা মানুষকে মারে, আাবার ঘুমের মধ্যে শক্ত হয়ে থাকে। এই কয়েক দিন ধরে ঘুমে সপ্নের মধ্যে শুধু মিষ্টি খায়। এর জন্য অনেক কবিরাজ দেখানো হয় সবাই বলে তার সাথে খারাপ কোনো শক্তি আছে। সে তার কাছে আসতে চায়। সে তার কাছে আসতে পারে না। কারণ আপু নামাজ পড়ে, কুরআন শরীফ তেলওয়াত করে ইত্যাদি। সে তার বিয়ে হতে দেয় না। দূরের থেকে ক্ষতি করার চেষ্টা করে।
তাই এখন এই সমস্যা, রোগ বা এই অশুভ শক্তি থেকে বাচার আমল কী?
আসসালামু আলাইকুম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা