আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অনিয়মিত হায়েযের একটি মাসআলা ও চিকিৎসা

প্রশ্নঃ ৩৫৭১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর, আমি বিবাহিত আমার অনিয়মিত হায়েজ হয়। মাসে অনেক সময় ৮/১০/১২ দিন পরও হায়েজ হয়। আমার নিচে কিছু প্রশ্ন আছে দয়া করে উওর দিবেন ১/ আমি কোন সময় নামাজ পড়তে পারবো? ২/আমি ১৩/১৪ বছর যাবত ডাক্তার দেখাইছি কিছুতে এটা আমার ঠিক হচ্ছে না সেক্ষেত্রে আমি কি আমল করতে পারি? ৩/কোন সময়টুকু আমার জন্য সহবাস করা জায়েজ হবে? ৪/ আমি ইউটিউবে দেখলাম সুরা বাকারার একটা আয়ত লিখে পেটে রাখতে বলেছে। হায়েয কমার জন্য সেক্ষেত্রে কি আমি ওই আয়াত পেটে রাখা অবস্থায় বাথরুমে যেতে পারবো?

২০ জুলাই, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এক.
আপনার যে দিন থেকে রক্তস্রাব আরম্ভ হয় সে দিন থেকে দশ দিন দশ রাত হায়েয ধরবেন এবং পরের বিশ দিন ইস্তেহাযা ধরবেন। এভাবে প্রত্যেক মাসে দশ দিন হায়েয এবং বিশ দিন ইস্তেহাযা হিসাব করবেন।
যে দিনগুলোকে আপনি হায়েয ধরবেন ওই দিনগুলোতে সহবাস করতে পারবেন না। অবশিষ্ট দিনগুলোতে পারবেন। (বেহেশতী জেওর ২/২৩৬)
দুই.
আপনি নিম্নের দোয়াগুলো অধিকহারে পড়ুন। ইন শা আল্লাহ, সুস্থ হয়ে যাবেন।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ ، وَالْعِفَّةَ ، وَالأَمَانَةَ ، وَحُسْنَ الْخُلُقِ ، وَالرِّضَا بِالْقَدَرِ
‘হে আল্লাহ! আমি আপনার কাছে সুস্থতা, পবিত্রতা, আমানতদারিতা, চরিত্রমাধুর্য এবং তাকদীরের প্রতি সন্তুষ্টি কামনা করি।’ (কানযুল উম্মাল ২/৩৬৫০)
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئْ الْأَسْقَامِ
‘হে আল্লাহ! আমি আশ্রয় চাইছি আপনার কাছে শ্বেতকুষ্ঠ, উম্মাদ রোগ, কুষ্ঠ রোগ ও তামাম খারাপ ব্যধি থেকে।’ (আবূ দাঊদ ১৫৫৪)
পাশাপাশি মাঝে মাঝে মধুর শরবত পান করুন। কেননা মধু মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সাধারণত পুষ্টি উপাদান হিসাবে ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ৫-১২ শতাংশ মন্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ থাকে। সুধু তাই নয় আরো থাকে ২৮ শতাংশ খনিজ লবণ, ২২ শতাংশ অ্যামাইনো এসিড এবং ১১ ভাগ এনকাইম। এতে সাধারণত কোন চর্বি ও প্রোটিন নেই। প্রতি ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ গ্রাম ক্যালরি। সূত্র-ehaspatal.com)
আল্লাহ তাআলা বলেন,
فيه شفاءٌ للنّاس
‘এতে (মধু) মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।’ (সুরা নাহল ৬৯)
তিন.
কুরআনের আয়াত লিখিত কাগজটি দৃশ্যমান অবস্থায় হাম্মামে (টয়লেটে) নিয়ে যাওয়া জায়েয নয়। কিন্তু জামা বা কাপড়ের নীচে থাকলে যেহেতু তা আবৃত থাকে তাই এ অবস্থায় প্রবেশ করা নাজায়েয হবে না। ( ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৫/৫১)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৯৬২০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১৯ তারিখ আমার এস.এস.সি পরিক্ষা এই অবস্থায় আমি কি কি আমল করব একটু বললে আমি পরীক্ষায় ভালো ফলাফল করব ইন শা আল্লাহ। আর কোন সুরা পড়ে কলমে ফুঁ দিব?
[ কিছু দিন আগে মসজিদে খতিব সাহেব আমাদের জন্য দুয়া এর আয়োজন করেছিল, তিনি বলেছে ২০ পারা সুরার ২ নাম্বার আয়াত নুন দিয়ে শুরু কলমের সুরা পড়ে বলে ফুঁ দিতে বলেছে, তাহলে ইন শা আল্লাহ ভালো হবে, যদি এইটা সত্যিই হয় তাহলে আমকে দুয়া টি এবং কিছু আমল লিখে দিন তাহলে আমার পড়তে সুবিধা হবে, আমাদের জন্য৷ দুয়া করবেন, বেশি সময় নাই তাই একটু দুয়া গুলো লিখে দিবেন প্লিজ, আলহামদুলিল্লাহ ]
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৯ জুন, ২০২২
ঢাকা ১২১৬
#২৩৪৯০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
💥
আমার নাম ফজলে রাব্বি,আমি একজন ছাত্র, আমার বয়স ২৩, বিবিএ অনার্স করছি,,
***আমার প্রশ্নটা হল: আমি প্রায় দীর্ঘদিন যাবত অসুস্থ, শারীরিক কিংবা মানসিকভাবে উভয় অসুস্থ,
সবকিছু ভালই যাচ্ছিল, কিন্তু এক বছর যাবত আমি দীর্ঘ অসুস্থ, নানান সমস্যায় ভুগছি, একটা রোগ ভালো হলে/আরেকটা রোগ হয়,,, বুঝে উঠতে পারছি না কি করব,,এমনকি আমার পরিবারের অন্যরাও কম বেশি অসুস্থ হচ্ছে বা থাকে,,,
💥 আমার এবং আমার পরিবারের সময়টা তেমন ভালো যাচ্ছে না, তবুও বলবো আলহামদুলিল্লাহ,,,
💥💥 আমার বাপ /চাচাদের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব,,, জানতে পেরেছি যে আমার কাকারা কুফরীতে লিপ্ত,,, এখন আমাদের উপরে তা প্রয়োগ করেছে কিনা তা প্রত্যক্ষভাবে তো বলতে পারব না,,,, কিন্তু পরোক্ষভাবে সন্দেহ হচ্ছে,,,,

💥💥💥 যদি এমন কোন আমল/কোন পরামর্শ সম্পর্কে বিস্তারিত একটু দ্রুত জানাতেন, তাহলে খুবই উপকৃত হতাম 🙂
(ধন্যবাদ)
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৬ অক্টোবর, ২০২২
ঢাকা