আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৫৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন : আমরা জানি জামাত সহিহ হওয়ার জন্য ইমাম এবং মুক্তাদীর জায়গা এক হওয়া শর্ত । এবং এটাও জানি যে,যদি মূল কাতার আর ঐ ব্যক্তির মাঝে দুই কাতার পরিমাণ বা তার চেয়ে বেশি ফাঁকা থাকে তাহলেও জামাত সহিহ হয় না।এখন প্রশ্ন হলো এই মূলনীতিটা কি মসজিদের ভিতর এবং বাহির উভয় ক্ষেত্রে প্রযোজ্য ? নাকি মসজিদের বাহিরের জন্য প্রযোজ্য ? কোনো ব্যক্তি যদি বড় কোনো মসজিদের এমন কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে যেখান থেকে মূল জামাতের কাতারের দূরত্ব তার থেকে দুই কাতার বা তার চেয়ে বেশি । তাহলে কি নামাজ হবে ? নাকি হবেনা ? অনেকে তো প্রশ্ন করে যে কাবা শরীফে অনেক দূরে দূরে দাঁড়িয়ে মানুষ ইমামের সাথে ইকতিদা করে জামাতের সাথে নামাজ আদায় করে থাকে। তাহলে কি তাঁদের নামায হবে না? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

৭ সেপ্টেম্বর, ২০২১
ব্রাহ্মণবাড়ীয়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,
আপনার প্রশ্নোল্লেখিত মূলনীতিটি মসজিদের বাহিরের ক্ষেত্রে প্রযোজ্য, মসজিদের ভিতরে কেউ মূল কাতার থেকে যতদূরেই নামাজে দাঁড়ায় তার নামায আদায় হয়ে যাবে, তবে হা, অযথা মূল কাতার থেকে দূরত্ব সৃষ্টি করলে তার নামাজ মাকরুহ হবে।
সূত্র:
(ফতোয়ায়ে হিন্দিয়া খন্ড-১/১৪৫পৃঃ, ফতোয়ায়ে সিরাজিয়া, খন্ড-১/১৫৮পৃঃ)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন