আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মুনাজাতে মকবুল সম্পর্কে কয়েকটি কথা

প্রশ্নঃ ৭৯৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমার প্রশ্ন মুসলিম বাংলা ত্রপে মোনাজাতে মাকবুল যে দোয়া শনি থেকে শুক্র বার পর্যন্ত দোয়া পড়তে হয় ত্রই দোয়া পড়ার ফজিলাত কী ? ও দিনে কতবার বা কোন সময় পড়তে হবে ?? এই সাথে আর ত্রকটা প্রশ্ন আমরা যে সালাত পড়ি ফরজ সালাত যেমন ২, ৩ , ৪ রাকায়াত ত্রর কারন কী ? তার মানে বলছি সব ত্রক হলে হত কিন্তুু ত্রই রকম ২ , ৩ , ৪ হল কেন ? ত্রর রহস্য টা কী ? আর ফজর মাগরীব ত্রশা প্রথম দুই রাকায়াত কেরাত জোরে পড়তে হয় ত্রবং শেষের ১ বা ২ রাকায়াত মনে মনে পড়তে হয় কেন ? আর যোহর ও আসর সালাত নিঃশব্দে পড়তে হয় কেন ??? আবার ফরজ সালাতের আগে পরে সুন্নাত ও বেশি কম কেন ? ত্রর রহস্য কী ? ত্রই পশ্ন গুলো জানতে চায় আমাদের ত্রখানে অনেকে অনেক রকম বলে আসলে ত্রটা কী বিষয় সেটা জানা দরকার ৷ দয়াকরে বলবেন

২৫ মে, ২০২৪
Kolkata

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুনাজাতে মাকবুল হাকীমুল উম্মত থানভী রাহ.-এর একটি সুন্দর সংকলন। এতে হাদীসে বর্ণিত বিভিন্ন জামে’ তথা ব্যাপক অর্থবহ দুআসমূহ একত্রিত করা হয়েছে। এতে হযরতের মূল অবলম্বন ছিল ইমাম ইবনুল জাযারী-এর ‘আলহিসনুল হাসীন’ এবং মোল্লা আলী কারী রাহ.-এর ‘আলহিযবুল আ’যম’।

সংকলনটি ব্যাপকভাবে মাকবুল হওয়ায় অনেক প্রকাশক তা প্রকাশ করে থাকে। কিন্তু আফসোসের বিষয় হল, কোনো কোনো প্রকাশক এতে এমন অনেক অযীফা যোগ করে দিয়েছে, যা হাদীসে বর্ণিত নয়। এমনকি অর্থ ও মর্মের দিক থেকেও আপত্তিকর।

অনেকে ধারণা করে মুনাজাতে মাকবুলের সাথে যত কিছুই ছাপা হয়ে থাকে সব কিছুই থানভী রাহ.-এর সংকলন বা তার পক্ষ থেকে অনুমোদিত। মনে রাখবেন, বিষয়টি এমন নয়। মুনাজাতে মাকবুল সমষ্টিতে শুধু নিম্নোক্ত বিষয়গুলো হযরতের সংকলন বা তার পক্ষ থেকে অনুমোদিত।

১. সাত মনযিলের আরবী মুনাজাতে মাকবুল।
২. উর্দু কাব্যে সাত মনযিলে তার অনুবাদ।
৩. মাসনবী থেকে নির্বাচিত ফার্সী কাব্যের দুআসমূহের সাত মনযিল।
৪. হিযবুল বাহার।
তবে হিযবুল বাহার-এর শুরুতে বলে দেওয়া হয়েছে যে, তা মা’ছূর বা বর্ণিত নয় এবং তার আমলের সীমারেখাও চিহ্নিত করে দেওয়া হয়েছে।

এ চারটি বিষয় ছাড়া অন্য যা কিছু বিভিন্ন প্রকাশনায় এ সমষ্টির সাথে যুক্ত করা হয়েছে তা থানবী রাহ.-এর সংকলন নয়। ঐগুলোর যথার্থতা আলেমদের কাছে জেনে নেওয়া জরুরি। (মাসিক আলকাউসার)
বিঃদ্রঃ একাধিক প্রশ্ন এলে অসুবিধা হয়। আপনি বাকিগুলো আলাদাভাবে করুন।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন