আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৫৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম আমার মোবাইলের মাধ্যমে বিয়ে হয় স্বামী বিদেশ তার ফেমেলি এবং আমার ফেমেলির দুই পক্ষ মিলে কাজীসহ দেনমোহরের মাধ্যমে সবার সামনে বিয়ে হয় এখন আমার স্বামী দেশে আসলে আমরা কি এক সাথে থাকতে পারব আর বিয়ে কি আবার করতে হবে দেশে আসলে কী সরা পরব আর কীভাবে পরব,

২৬ জুলাই, ২০২১

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






বর্তমানে সমাজে প্রচলিত মোবাইলে বিবাহ এর যে সিস্টেম; পাত্র-পাত্রী দুজন দু'দেশে থাকে। ভিডিও অথবা অডিও কলে তাদের প্রস্তাব প্রদান ও গ্রহণ তথা ঈজাব কবুল সম্পন্ন হয়।
এটি শরীয়তের মানদণ্ডে স্বীকৃত নয়। বরং এধরনের সংকটময় পরিস্থিতিতে শরীয়তের সমর্থিত পন্থা হলো; ছেলে অথবা মেয়ে কোন একজনের পক্ষ থেকে একজন ওয়াকিল হবেন। যিনি অপর পক্ষের কাছেই আছেন। এরপর সেখানে বিবাহের মজলিস হবে। ঐ মজলিসে ওয়াকিল তার মক্কেলের পক্ষ থেকে সাক্ষীদের সম্মুখে বিবাহের ঈজাব অথবা কবুল সম্পন্ন করবেন।

আপনাদের বিবাহের আকদ (ঈজাব-কবূল) যদি শরীয়ত অনুযায়ী সম্পন্ন না হয়ে থাকে, তাহলে আপনার প্রস্তাবক পাত্র দেশে আসলে ন্যূনতম দুজন সাক্ষীর সম্মুখে আপনাদের পারিবারিক পর্যায়ে ঈজাব কবুল করে নেবেন। পূর্বের ধার্যকৃত মোহর পুনরায় উল্লেখ করে মোহর সাব্যস্ত করবেন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩৪২৮৯

অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ


৫ জুন, ২০২৩

চট্টগ্রাম ৪৩৩০

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

২৭৩০৬

ছেলে-মেয়ে রাজি, কিন্তু অভিভাবক রাজি নয়; তাহলে গোপন-বিয়ের অনুমতি আছে কি?


২ জানুয়ারী, ২০২৩

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩৬৫৮০

মহরে ফাতেমী বর্তমান সময় কত টাকা?


২১ জুলাই, ২০২৩

Char Madhur

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৯০৫১৯

মেসেঞ্জারে বিবাহ করলে‌ কি তা হয়


২৪ ফেব্রুয়ারী, ২০২৫

Gazirchat

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy