কম্পিউটারে কার্টুন তৈরি করা এবং এর মাধ্যমে উপার্জন করা
প্রশ্নঃ ৬৭৩১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক ব্যক্তি কার্টুন তৈরি করে তার পদ্ধতি হলো এই যে সে একটি ছবিকে কম্পিউটারে ট্রান্সফার করে পরবর্তীতে ওই ছবিটাকে সফটওয়্যারের মাধ্যমে কার্টুনের রূপান্তরিত করে এবং সে এই ছবিটির মাধ্যমে তার কাছে থাকা একটি গল্পকে দর্শকের সামনে উপস্থাপন করে। সে সফটওয়্যারের মাধ্যমে ছবিটির হাত পা মুখ নাড়াচাড়া করায় এবং পরবর্তীতে এগুলোকে দর্শকের সামনে উপস্থাপন করে অর্থ উপার্জন করে। যেমন বর্তমানে কিছু বিড়াল কুকুর ইত্যাদি কথা বলে দেখা যায়। এখন আমাদের জানার বিষয় হল এভাবে কার্টুন বানিয়ে অর্থ উপার্জন করা বৈধ হবে কিনা দলিলের আলোকে জানিয়ে বাধিত করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম বরুড়া কুমিল্লা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছবি অংকনকারীকে লানত (অভিশাপ) করেছেন। ছবি অংকনের পদ্ধতি পদ্ধতি হিসেবে রং তুলি, কলমের কালি, কিংবা পাথর, মাটি, কাঠ অথবা অন্য কোন বস্তু ব্যবহার করা হোক, যার মাধ্যমে কোন প্রাণীর প্রতিকৃতি বা ছবি অঙ্কন করা হবে সবটাই ছবি অংকনের এই অভিশাপের অন্তর্ভুক্ত হবে।
আধুনিক বিশ্বে ডিজিটাল ক্যামেরা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে ছবি অঙ্কন করা আর সেই কালে রং তুলি দিয়ে অঙ্কন করা একই বিষয়।
প্রশ্নে আপনি যেই পদ্ধতির কথা উল্লেখ করেছেন, একটি ছবি কম্পিউটারে প্রবেশ করিয়ে সফটওয়্যার মাধ্যমে তাকে কার্টুনে রূপান্তর করা এবং সফটওয়্যারের মাধ্যমে তার অঙ্গ-প্রত্যঙ্গ ঠোঁট ইত্যাদি নাড়াচাড়া করিয়ে ছবিটাকে সচল বানানো ছবি অংকনের আপগ্রেড ভার্সন মাত্র।
সুতরাং কম্পিউটারে এ ধরনের কার্টুন তৈরি করা বা ছবিকে কার্টুন হিসেবে পরিণত করা কোনটাই জায়েজ নয় এবং এইসব কাজ করে উপার্জন করাও হালাল নয়।
«إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ»
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে শুনেছি এবং তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন যে, (কিয়ামতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়।
—বুখারী ৫৯৫০
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন