আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

শেষ রাতে ঘুম থেকে ওঠার কুরআনী আমল।

প্রশ্নঃ ৬৬৫৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাত্রে বেলায় ঘুমানোর আগে সূরা কাহাফের শেষ ২ আয়াত পরে যখন উঠতে চায় সেই সময় মনে মনে ভাবলে সে সময় উঠতে পারে এ কথা কি সঠিক?

৫ জুলাই, ২০২৪
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এক ব্যক্তি হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের কাছে বললঃ আমি মনে মনে ঘুম থেকে জেগে নামায পড়তে ইচ্ছা করি; কিন্তু ঘুম প্রবল হয়ে যায়। তিনি বললেনঃ তুমি যখন ঘুমাতে যাও তখন সূরা কাহফের শেষ আয়াতগুলো قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ কর। এর ফলে তুমি যখন জাগার উদ্দেশ্য করবে, আল্লাহ্ তা’আলা তখনই তোমাকে জাগিয়ে দেবেন।—(ছা’লবী)

মুসনাদে-দারেমীতে আছে, যির ইবনে হুবায়শ হযরত আবদাহকে বললেনঃ যে ব্যক্তি সূরা কাহফের এই শেষ আয়াতগুলো পাঠ করে ঘুমাবে, সে যে সময় জাগার নিয়ত করবে, সে সময়ই জেগে যাবে। আবদাহ বলেনঃ আমি বারবার আমলটি পরীক্ষা করে দেখেছি, ঠিক তাই হয়। (মাআরেফুর কুরআন)


وفي القرطبي


وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ لَهُ رَجُلٌ: إِنِّي أُضْمِرُ أَنْ أَقُومَ سَاعَةً مِنَ اللَّيْلِ فَيَغْلِبُنِي النَّوْمُ، فَقَالَ : (إِذَا أَرَدْتَ أَنْ تَقُومَ أَيَّ سَاعَةٍ شِئْتَ مِنَ اللَّيْلِ فَاقْرَأْ إِذَا أَخَذْتَ مَضْجَعَكَ : "قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِداداً لِكَلِمَاتِ رَبِّي ١٠" إِلَى آخِرِ السُّورَةِ فَإِنَّ اللَّهَ تَعَالَى يُوقِظُكَ مَتَى شِئْتَ مِنَ اللَّيْلِ ، ذَكَرَ هَذِهِ الْفَضَائِلَ الثَّعْلَبِيُّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ. وَفِي مُسْتَدِ الدَّارِمِي أَبِي مُحَمَّدٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ عَبْدَةَ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ : مَنْ قَرَأَ آخِرَ سُورَةِ الْكَهْفِ لِسَاعَةٍ يُرِيدُ أَنْ يَقُومَ مِنَ اللَّيْلِ قَامَهَا ، قَالَ عَبْدَةُ : فَجَرَّبْنَاهُ فَوَجَدْنَاهُ كَذَلِكَ .

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন