প্রশ্নঃ ৬৩৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُএকটি স্বপ্ন নিয়ে চিন্তিত আছি,দেওবন্দ মাদ্রাসায় জানিয়েছিলাম কিন্তু যিনি স্বপ্নের ব্যাখ্যা করেন তিনি না থাকায় উত্তর পাইনি,আপনাদের এখানে মাসাইল নামক টপিকে দেখলাম স্বপ্নের ব্যাখ্যা করেছেন, আমার উত্তর টা দিবেন আশা করি।প্রশ্ন: অতিরিক্ত কাজ করার কারণে মাঝে মাঝে রাতে ঘুমানোর পূর্বে মাসনূন দোয়া পড়তে পারিনা, যেদিন মাসনূন দোয়া পড়ি সেদিন কোন স্বপ্ন দেখিনা, কিন্তু যেদিন দোয়া না পড়েই ঘুমিয়ে যাই,সেদিন আজিব স্বপ্ন দেখি, স্বপ্ন এরকম, কিছু লোক আমাকে ধরার চেষ্টা করে, কিন্তু স্বপ্নেই মনে হয় এরা জ্বীন, তখন আমি মাসনূন দোয়া পড়ি,এরপর আর তাদের দেখিনা, মাঝে মাঝে আমি বুঝতেও পারি দোয়া পড়তেছি,তখন ঘুম বেশি গভীর থাকেনা।এরকম স্বপ্নের মতলব কি??بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার স্বপ্ন ইতিবাচক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে রহমতের মধ্যে ডুবিয়ে রাখেন। সামান্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে শোধরানোর সুযোগ করে দেন।
আপনার এই স্বপ্নের ব্যাখ্যা:
নিয়মিত মাসনুন দোয়াগুলো পড়ার জন্য নির্দেশনা।
যারা নিয়মিত মাসনুন দোয়ার আমল করেন, শয়তান তাদের পেছনে সুযোগ খুঁজতে থাকে। ফাঁকফোকর পেয়ে গেলে তখনই আঘাত করার চেষ্টা করে। এজন্য সব সময় দোয়ার উপরে ইহতিমাম করা চাই।
আল্লাহ তাআলা সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক নসীব করেন। সর্বপ্রকার পেরেশানি থেকে আল্লাহ তাআলা হিফাযত করেন। আমীন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন