আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

শর্তভিত্তিক বিবাহের বিধান

প্রশ্নঃ ৫৬৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে কোনো পুরুষ কি শর্তভিত্তিক বিয়ে করতে পারে শর্ত গুলো এমন যে স্বামি স্ত্রী সম্পর্ক থাকবে কিন্তু সমাজের সামনে আনা যাবে না, সম্পদে স্ত্রী কোনো ভাগ পাবে না, আর কোনো সন্তানও ধারণ করা যাবে না পুরুষটা শুধু ভরণপোষণ দিবে ।এমন শর্তআরোপ করে কি বিয়ে জায়েজ হবে যদি মহিলা রাজি থাকে?,

১০ জুলাই, ২০২৪

Dhaka ১২৩০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


শর্ত ভিত্তিক বিবাহ কিছু কিছু শর্তের ক্ষেত্রে বৈধ আছে।
যেসব শর্তের মাধ্যমে হালালকে হারাম করা হয়, হারামকে হালাল করা হয় সেসব শর্ত বাতিল বলে সাব্যস্ত হয়।
যেমন স্ত্রীকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার শর্তে বিবাহ করা। এটি কুরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক বিধায় এ শর্ত বাতিল।

বিবাহের সময় শর্ত হল :
ক. স্ত্রী দু'বছরের জন্য বাবার বাড়ি থাকবে, উঠিয়ে নেয়া হবে না।
খ. স্বাস্থ্যগত অনুপযুক্ততার কারণে তিন বৎসর সন্তান ধারণ থেকে বিরত থাকবে।
গ. স্ত্রীকে সফর নিয়ে যাবে না। ইত্যাদি শর্ত শরীয়ত উপেক্ষা করবে না।

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মুসলমানদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলমানগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৩৫২

أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ»

উকবা ইবন আমির রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, শর্ত (চুক্তি)-সমূহের মধ্যে সর্বাধিক প্রতিপালনীয় গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, তোমরা যা দ্বারা (মহিলার) লজ্জাস্থান হালাল করবে, (অর্থাৎ মোহর আদায় করা)।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩২৮১

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

২৯৩৪৬

বিবাহের আক্বদ অনুষ্ঠানে কনের উপস্থিতি আবশ্যক?


৫ মার্চ, ২০২৩

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ

৩০৯৩৫

গোপনে বিয়ে করার পুনরায় আকদ করতে হবে?


১ এপ্রিল, ২০২৩

৭XQF+MVC

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

২৭৪৩৪

বিয়ে কখন ফরজ হয়?


৬ জানুয়ারী, ২০২৩

বরুড়া

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩৮৫০০

সুন্নত তরিকায় বিয়ে হলে ৫টা ফযিলতের হাদীস সহীহ কিনা?


২০ আগস্ট, ২০২৩

বড়শালঘর

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুসলিম বাংলা ইফতা বিভাগ

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy