আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রোজা রেখে ইঞ্জেকশন, টিকা, ইনসুলিন, স্যালাইন নেওয়া

প্রশ্নঃ ৫৫৫০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ফতোয়ায়ে উসমানী তে দেখলাম যে ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়। অথচ অনেক মুফতি সাহেব বলেছেন যে ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় না। দলীল সহ জানার আবেদন করছি,

১২ মার্চ, ২০২৪

চান্দিনা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রোযা অবস্থায় শরীরে ইজেকশন (injection), টিকা (Vaccine), ইনসুলিন (Insulin), স্যালাইন (Saline) নেওয়া জায়েয। এতে রোযা নষ্ট হয় না, চাই তা রগ কিংবা গোশত যেখানেই নেয়া হোক না কেন। কারণ ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে যে ওষুধ পৌঁছানো হয় তা গ্রহণযোগ্য কোনো রাস্তা (নাক, মুখ, পায়ুপথ) দিয়ে প্রবেশ করে না। বরং শিরা বা লোমকূপ দিয়ে প্রবেশ করে। আর রোযা ভঙ্গ হওয়ার জন্য শরীরের এসব রাস্তা দিয়ে কোনো কিছু গলায় বা পাকস্থলীতে পৌঁছানো জরুরি। এটি ইঞ্জেকশনের ক্ষেত্রে ঘটে না। সুতরাং রোযা অবস্থায় শরীরে ইঞ্জেকশন লশ করলে রোযা ভঙ্গ হবে না।

তবে রোযার কারণে শরীরে স্বাভাবিক যে দুর্বলতা সৃষ্টি হয় তা দূর করার জন্য বা ক্ষুধা নিবারণের জন্য গ্লোকোজ স্যালাইন (Glucose Saline) যা খাদ্যের কাজ দেয়- গ্রহণ করা মাকরূহ তাহরীমী। অবশ্য মারাত্মক দূর্বলতা ও অসুস্থতায় গ্লোকোজ স্যালাইন নেওয়া জায়েয। কিন্তু সর্বাবস্থায় ইঞ্জেকশনের দ্বারা রোযা ভঙ্গ হবে না। -আলবাহরুর রায়েক ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৯৫; ফিকহুন নাওয়াযিল ২/২৯৭; ফাতাওয়াল লাজনাহ আদদাইমাহ ১০/১২৬, ২৫১-২৫২; ইমদাদুল ফাতাওয়া ২/১৪৪-১৪৭; ইমদাদুল মুফতীন পৃ. ৪৮৯; ফাতাওয়া রহীমিয়া ৭/২৫৭: আহসানুল ফাতাওয়া-৪/৪২২; ফাতাওয়া উসমানী ২/১৮১-১৮৬; জাদীদ ফিকহী মাসায়েল ১/১২২, (রমজানের আধুনিক মাসায়েল)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি জাওয়াদ তাহের
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৬৬৬৯০

শেষ বৈঠকে না বসে, দাঁড়িয়ে গেলে!


৭ জুলাই, ২০২৪

R৮J৫+৪৮W

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি জাওয়াদ তাহের

৪৫৬৩০

হরতাল-অবরোধ:ইসলামী দৃষ্টিকোণ


১৩ নভেম্বর, ২০২৩

ঢাকা ১২১৭

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৯১৩৬৩

তলাবায়ে কেরাম যেন নিজের ‘শুরু’ না ভোলেন


২৮ ফেব্রুয়ারী, ২০২৫

ভৈরব

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

৫৫৮০৬

তারাবি নামাযের বিধান


১৩ মার্চ, ২০২৪

Chattogram

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy