আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কারামত অস্বীকার করার বিধান

প্রশ্নঃ ৩৫৮৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি ওলীদের কারামত বিশ্বাস না করে তাহলে কী তার ঈমানের কোন ক্ষতি হবে

১২ জুলাই, ২০২৩
ওয়েস্ট বেঙ্গল ৭১১৩১৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


অনেক আল্লাহ‌ওয়ালারা আমাদের চোখের সামনেই চলাফেরা করেন। তাদের জীবন আচার আমাদের মতোই। দেখতে শুনতে ভিন্ন কোনো কিছু নয়। কিন্তু আল্লাহর সাথে তারা গভীর সম্পর্ক কায়েম করেন। আল্লাহর প্রেমে সদা মাতোয়ারা থাকেন। আমরা সেসব সম্পর্কের ব্যাপারে একেবারেই অজ্ঞ। তাদের হাত থেকে এমন অলৌকিক কিছু প্রকাশ পায়, যা সচরাচর অসম্ভব। তারা নিজস্ব শক্তিতে এগুলো প্রকাশ করেন না। বরং আল্লাহর পক্ষ থেকে এমন অস্বাভাবিক ঘটনা প্রকাশ পায়। কখনো এসব ঘটনা দেখে অমুসলিমরা মুসলিম হয়, কখনো মুসলিমদের ঈমান আরও মজবুত হয়। তবে সব বুযুর্গদের থেকে এ ধরণের ঘটনা প্রকাশ পাওয়া কোনো জরুরী নয়। বরং জরুরী হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও শরীয়তের উপর পরিপূর্ণ জমে থাকা। যদি শরীয়তের খেলাফকারীর হাতে কোনো অলৌকিক ঘটনা ঘটে, তাহলে তা কারামত নয়। বরং জাদু বা ভেলকী।

কুরআন মাজীদে এরকম অনেক কারামতের ঘটনা এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক বুযুর্গ চোখের পলকে অনেক দূর দেশ থেকে বিলকিসের রাজসিংহাসন উঠিয়ে নিয়ে এসেছিলেন। হযরত মার‌ইয়ামের কাছে আল্লাহর পক্ষ থেকে মৌসুম ছাড়া বিভিন্ন টাটকা ফল চলে আসত। আসহাবে কাহফের যুবকেরা সাধারণ মানুষ হ‌ওয়া সত্ত্বেও ৩০৯ বছর গুহায় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলেন। এরা কেউ নবী রাসুল ছিলেন না। কিন্তু আল্লাহর সঙ্গে তাদের গভীর সম্পর্ক ছিল। যার ফলে এমন সব অলৌকিক ঘটনা ঘটেছে যা কুরআন দ্বারা প্রমাণিত।

আমাদের সমাজের কেউ কেউ এসব কারামতকে অস্বীকার করে দেয়। কিন্তু তারা ইমাম ইবনে তাইমিয়ার কথা খুব মানে। অথচ ইমাম ইবনে তাইমিয়া রহ. তার প্রসিদ্ধ কিতাব الفرقان بين اولياء الرحمن و اولياء الشيطان এর মধ্যে ২২২ পৃষ্ঠা থেকে ২৩০ পৃষ্ঠা পর্যন্ত বহু বুযুর্গদের কারামত উল্লেখ করেছেন।

সৌদি আরবের বিখ্যাত মুফতী আব্দুল্লাহ বিন বায রহ. স্পষ্ট ভাষায় লিখেছেন,

من عقيدة اهل السنة والجماعة الايمان بكرامة الاولياء وأنها حق

অর্থ: আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ‌ওয়ালাদের কারামতের উপর বিশ্বাস রাখা এবং তা সত্য মনে করা।

আর তাফসিরে কুরতুবীর লেখক রহ. আরও শক্ত ভাষায় লেখেন,

ﻛﺮاﻣﺎﺕ اﻷﻭﻟﻴﺎء ﺛﺎﺑﺘﺔ، ﻋﻠﻰ ﻣﺎ ﺩﻟﺖ ﻋﻠﻴﻪ اﻷﺧﺒﺎﺭ اﻟﺜﺎﺑﺘﺔ، ﻭاﻵﻳﺎﺕ اﻟﻤﺘﻮاﺗﺮﺓ ﻭﻻ ﻳﻨﻜﺮﻫﺎ ﺇﻻ اﻟﻤﺒﺘﺪﻉ اﻟﺠﺎﺣﺪ، ﺃﻭ اﻟﻔﺎﺳﻖ اﻟﺤﺎﺋﺪ

অর্থ: অকাট্য আয়াত ও স্পষ্ট হাদীস দ্বারা আউলিয়াদের কারামত প্রমাণিত। গোমরাহ বেদ‌আতী অথবা মারাত্মক ফাসেক লোক ছাড়া কেউ তা অস্বীকার করতে পারে না।

যারা কারামত অস্বীকার করেন, তাদের পছন্দের মানুষদের কিতাব থেকে কারামত সত্য হ‌ওয়ার বিষয়টি উল্লেখ করলাম। এ ছাড়া আকীদার সব কিতাবাদীতে কারামত সত্য হ‌ওয়ার ব্যাপারটি স্পষ্ট ভাষায় লিখিত আছে।

والله اعلم بالصواب

মুফতী সিরাজুল ইসলাম খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন