আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৪৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের গ্রামের অধিকাংশ মানুষ বিদআতি। এদের কে বুঝাতে গেলে উল্টা ঝামেলা হয়। কিছুতেই বুঝতে চায় না। মসজিদের ইমাম সঠিক কথা বললে চাকরি থাকে না। আমাদের কাজ তো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এক্ষেত্রে আমার করনীয় কী?,

৩ নভেম্বর, ২০২০

খোকসা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


অনেক এলাকায় ইমামগণ স্থানীয় নন। যার ফলে লোকজন তাদেরকে ভিনদেশী মনে করে। বিদআত ও অন্যায়ের প্রতিবাদ করলে তাদের কথাগুলো হালকাভাবে নেয়। চাকরিচ্যুত করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। যার ফলে বিদআতের বিরোধিতায় তাদের কিছুটা সীমাবদ্ধতা থাকে। যদিও তা কখনোই কাম্য নয়।
বিপরীতে আপনাদের স্থানীয়দের জন্য সুবিধা হল, আপনারা স্থানীয় হওয়ায় আপনাদেরকে চাকরীচ্যুত করে এলাকা থেকে বের করার চিন্তা করা যাবে না।
দাওয়াত দেওয়ার জন্য শিক্ষিত লোকদেরকে প্রথমে বুঝানোর চেষ্টা করুন। বিশেষত ছাত্র ও যুবকদেরকে বোঝানো সহজ হবে মন হচ্ছে।
মাঝে মাঝে নির্ভরযোগ্য প্রসিদ্ধ আলেমদেরকে এনে সিরাত মাহফিল করা যেতে পারে। মানুষের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হলে এর প্রভাবে তাদের মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে। সিরাতের আলোচনা বেশি হলে বিদআত দূর হবেই হবে ইনশাআল্লাহ।
পবিত্র কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি তোমার রবের পথে ডাকো প্রজ্ঞা ও সুন্দর উপদেশ এর মাধ্যমে।
আল্লাহ তাআলা বিদআত দূর করে সুন্নাহ প্রতিষ্ঠায় আপনাদের মেহনতকে কবুল করেন। আমীন।
ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ
সূরা নাহল ১২৫

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

২৫১০০

তাওহিদ বাস্তবায়নের পদ্ধতি ও পুরস্কার


১৩ নভেম্বর, ২০২২

ঢাকা ১২১৪

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

১২২৬৯

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নামাজ পড়লাম আমার ফ্যামিলি নামাজ পড়লো না তাহলে আমার কী করিনিও?

২ জানুয়ারী, ২০২২

পশ্চিমবঙ্গ ৭৪১১৬০

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম

১৭৫৩৪

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,প্রচলিত তবলিগের মূল কর্ম কান্ড গুলো কি জায়েজ।

২৬ এপ্রিল, ২০২২

সাভার

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy