আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পিতার জন্য বিবাহের সময় পাত্রী দেখা জায়েয কি ?

প্রশ্নঃ ৩২৮৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযেরত আমার প্রশ্ন হলো, বিবাহর সময় ছেলের বাবা কি মে কে দেকতে পারবে

১৬ এপ্রিল, ২০২৩
বজরা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জ্বী,না। পিতার জন্য বিবাহের সময় পাত্রী দেখা জায়েয নেই।

পাত্রী দেখার সময় শুধুমাত্র পাত্র ব্যতীত অন্য কোনো নন-মাহরাম (ছেলের বাবা, ভাই, দুলাভাই, বন্ধু প্রমুখ) মেয়েকে দেখতে পারবে না, এটা হারাম।

আর পাত্র যখন পাত্রীকে দেখবে তখন এক্ষেত্রে শুধু পাত্রীর চেহারা, হাতের কব্জি ও পায়ের পাতা দেখা যাবে। এছাড়া অন্যকোন অঙ্গ দেখতে পারবে। এমনকি মাথার চুলও দেখা যাবে না।

ইবন আবেদীন রহ. বলেন,

يباح النظر إلى الوجه والكفين والقدمين لا يتجاوز ذلك

পাত্রীর চেহারা, দুই হাতের কব্জি ও দুই পা (পাতা) দেখা জায়েয। এর বেশি দেখা যাবে না। (হাশিয়া ইবন আবেদীন ৫/৩২৫)

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন