আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২৮৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় মাগরিবের পর থেকে পরদিন সূর্য উদিত হওয়া পর্যন্ত স্বপ্ন বলা ও ব্যাখ্যা দেওয়া কুলক্ষণ বা দোষ মনে করা হয়। শরীয়তের এর কোনো ভিত্তি আছে কি?

২ নভেম্বর, ২০২০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


 

নাএসময় স্বপ্ন বলতে এবং এর ব্যাখ্যা করতে শরীয়তের দৃষ্টিতে দোষের কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর পর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন এবং তার তাবীর বর্ণনা করতেন।

কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবীর জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটিই। কেননাএতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে। ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।


 


والله اعلم بالصواب

মাসিক আলকাউসার

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১০৭৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি স্বপ্নে দেখলাম কেও একজন আমার কাছের মানুষ আমকে বললো আমার হাতের আংগুলের দিকে কিছু ফোস্কা পরার মতো কিছু দাগ আর এইগুলা একটা রোগের লক্ষন।তখন জিজ্ঞাসা করায় আমাকে বললো আমার ক্যান্সার রোগ ধরা পড়েছে,,অর্থাৎ আমি মারা যাবো বেশিদিন বাঁঁচবো না,,তো আমিও বলে উথলাম আলহামদুলিল্লাহ আর আমি খুশির একটা চেহারা নিয়াই ছিলকম মুখে যেমন আলহামদুলিল্লাহ অন্তর থেকে ও আলহামদুলিল্লাহ এমন ছিলান। আর আমি একবার বললাম নাকি ভাবলাম যে আমার জন্য এইটা খুশির ব্যাপার কারন আল্লাহর ডাক আসছে আর আমার যাওয়া লাগবে সাক্ষাৎ এর জন্য।
এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ নভেম্বর, ২০২১
ঢাকা
#১১০৪৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
আমি স্বপ্নে দেখি আমি অনেক বুড়ো হয়ে গেছি।।হাতে লাঠি ভর দিয়ে হাটি।।আমি একটা বড় ওরনা জরিয়ে আছি।।।এবং একটা বড় মাঠে আমি অনেক অনেক ছেলে দের জামায়াতে নামাজের ইমামতি করছি এবং তাদের হাদিস কুরআনের বিষয় জানাচ্ছি।।এর পর আমার সামনে দুটো কবর আসে,, দুইটির উপরে অনেক বড় বড় দুটি সাপ ছিল।।আমার পাশে কয়কজন লোক দারানো ছিলো নামাজি পোশাক পরা।।আমি তাদের বলছিলাম যে "নামায ঠিক মত পড়ো।।ওই কবরে সাপ যাচ্ছেনা কারণ সেটা ভালো কবর।।ভালো কবরের ভিতরে সাপ যায় না উপ্র দিয়ে খারাপ কবরে যায়।" -এরকম টাইপের কথা বলেছিলাম আমার সম্পুর্ন টা মনে নেই।।
এটার ব্যাখ্যা দিন দয়া করে।।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২ ডিসেম্বর, ২০২১
দ্বোলেশ্বর গ্রাম