আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নামাজে কল আসলে

প্রশ্নঃ ২৮০৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের মধ্যে কল আসছে এখন আমি কল ধরে কি কথা বলতে পারবো দয়া করে বলবেন আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

১৬ জানুয়ারী, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


নামাজে মোবাইলে কল আসলে রিসিভ করে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে।
কেননা কথা বলা নামাজ ভঙ্গ হওয়ার কারণ।
সুতরাং নামাজের পূর্বে মোবাইল অফ করে দিবে অথবা সাইলেন্ট করবে।
যদি কোন কারণে ভুলে যায় তখন দুই হাত ব্যবহার না করে নামাজের আপন অবস্থাতে থেকেই এক হাতের সাহায্যে মোবাইল পকেটে রেখেই কোনো বাটন চেপে রিং বন্ধ করে দিবে। আর পকেট থেকে বের করার প্রয়োজন হলেও এক হাত দ্বারাই করবে। মোবাইল বের করে পকেটের কাছে রেখেই না দেখে দ্রুত বন্ধ করে পকেটে রেখে দিবে।

শরহুল মুনিয়াহ ৪৪৩, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১০৫,

والله اعلم بالصواب

শফিকুল ইসলাম হাটহাজারী মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন