আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইমামের জন্য বরাদ্দকৃত মসজিদের কামরা ভাড়া দেয়া যাবে কি?

প্রশ্নঃ ২৪৯৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়াকফকৃত মসজিদে ইমাম সাহেবের জন্য যেই কামরা বরাদ্দ; তা ইমাম সাহেব ব্যবহার না করে ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা খেতে পারবে?

২১ নভেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যদি ইমাম সাহেবের কামরা মসজিদের মূল সীমানার বাইরে হয় তাহলে ওই কামরা ওই কামরা ভাড়া দেয়া যাবে। পক্ষান্তরে যদি ইমাম সাহেবের কামরা মসজিদের মূল সীমানার ভিতরে হয় তাহলে ওই কামরা ওই কামরা ভাড়া দেয়া যাবে না।
اگر وہ کمرے حدود مسجد سے باہر بنے ہوتے ہیں تو ان کو کرایہ پر دینا اور اس کو مسجد میں استعمال کرنا جائز ہے
(darulifta-deoband.com সওয়াল নং ১৬১৬৬২)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন