আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২১০৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কম্পিলিট ছাত্র,ছোট থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি কিন্তু সমস্যা হচ্ছে ১১-১২ বছর ধরে মাস্টারবেশন করে ফেলেছি, কোন ভাবেই বন্ধ করতে পারছিনা। আমার ইবাদাত পবিত্রার সাথে করি , কিন্তু ভয় হয় আল্লাহ তো আমাকে এই হারাম ও পাপ কাজের জন্য আমাকে কিয়ামতে পাকরাও করবে, এজন্য আপনাদের কাছে আকুল আবেদন দয়া করে আমাকে সাহায্য করুন,তা না হলে আমার জীবন বরবাদ হয়ে যাবে।

১ আগস্ট, ২০২২
V323+8G5

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সম্মানিত প্রশ্নকারী!
নিচের রেফারেন্স উত্তরটি দেখুন এবং সেই অনুযায়ী আমল করুন।

সাথেসাথে মোবাইল, কম্পিউটারে অহেতুক ব্রাউজিং পরিহার করুন। যখনই মনের মধ্যে এই কুচিন্তা দেখা দিবে সাথে সাথে নিজের অবস্থান পরিবর্তন করুন। শোয়া থাকলে তাৎক্ষণিক দাঁড়িয়ে যান। কোনো রুমে একা থাকলে সেখান থেকে বেরিয়ে বাবা মা,ভাই বোন, কিংবা বন্ধু বান্ধবদের সামনে চলে যান। এককথায় যেসকল পন্থা অবলম্বন করলে মন থেকে এই চিন্তা দূর হবে সেই পন্থাই অবলম্বন করুন।

সর্বদা নিজের অন্তরে আল্লাহ তায়ালার ভয় ও মুহাব্বত জাগ্রত রাখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন