আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আরবি বানান রীতি

প্রশ্নঃ ১৮৯৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল আরবি ভাষায় খ, র হরফে আ কার হয়ে খা, রা হয় না। তাহলে হযরত খাদিজা (রা) ও আশরাফ এবং রাদিফ নাম কীভাবে বানান হবে ?

২১ মে, ২০২৫
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বাংলায় যেভাবে লিখেছেন সেভাবেই হবে। আর আরবিতে خديجة - اشرف- ردف এভাবে লিখতে হবে।

প্রতিটি ভাষায় স্বতন্ত্র বানানরীতি ও রাইটিং সিস্টেম আছে। পরিবর্তিত ভাষায় মূল ভাষার শব্দকে পুরোপুরি প্রকাশ করা যায় না।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর