মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৩৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ , জানাযার নামাযে প্রথম সালামের সময় ডান হাত এবং দ্বিতীয় সালামের সময় বাম হাত খোলে দেওয়া উত্তম, না কি উভয় দিকে সালাম পেরানোর পর ? দলীলসহ জানালে উপকৃত হবো ইন শা আল্লাহ ৷,

১৬ মে, ২০২২

৫H৯C+MMR

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





জানাজার নামাজে কখন হাত ছাড়বে এ বিষয়ে ফোকাহায়ে কেরাম থেকে দুইটি মত পাওয়া যায়।
এক. চতুর্থ তাকবিরের পর উভয় হাত ছেড়ে দেবে। তারপর সালাম ফেরাবে।
দুই. উভয় দিকে সালাম ফেরানোর পর উভয় হাত ছাড়বে। দুইটি মতই শুদ্ধ এবং আমলযোগ্য। যে কোনোটির উপর আমল করা যেতে পারে।
(তবে আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী রহ. বলেন এই মতভিন্নতা কেবল উত্তম ও অনুত্তম হওয়ার খাতিরে। তা নাহলে উভয় পদ্ধতিই জায়েজ।)

সূত্র: বিস্তারিত দ্রষ্টব্য: ইমদাদুল ফাতাওয়া: ৩/৩৮২, ( মাকতাবা জাকারিয়া দেওবন্দ) খুলাসাতুল ফাতাওয়া: ১/২২৫; আস-সিআয়াহ: ২/১৫৯; আদদুররুল মুখতার: ১/৪৮৭;-এর বরাতে।
উল্লেখ্য আমাদের সমাজে যেদিকে সালাম ফেরানো হয় সেদিকে হাত ছাড়ার যে পদ্ধতি আছে কিতাবে তার কোনো উল্লেখ আমরা পাইনি।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৯৬০৪০

সানায় وجل ثناؤك অংশ বৃদ্ধির হুকুম


২০ মার্চ, ২০২৫

কলারোয়া

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার

৩০০২৫

তিন তাকবির দিয়ে জানাজা পড়ে মাইয়্যেত দাফন করলে করণীয় কি?


৪ মার্চ, ২০২৩

সোনাইছড়ি

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি