আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪১৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদে কতো বছর বয়স পর্যন্ত মেয়েদের পোড়তে আসা জায়েজ বিস্তারিত জানাবেন ইনসাআলল

২০ ফেব্রুয়ারী, ২০২২
পশ্চিমবঙ্গ ৭০০১০৪

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





মেয়েদের উপর পর্দা বিধান ফরজ হওয়ার কিছু সময় পূর্ব হতেই উন্মুক্ত পরিবেশে ( যেখানে পর্দার বিধান লঙ্ঘন হয় সেখানে ) তাদের যাতায়াত বন্ধ করে দেয়া উচিৎ।
এর জন্য নির্দিষ্ট কোন বয়স নেই। শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে এবং সাবালিকা হ’লে তার উপর পর্দা ফরয হয়ে যায়। তবে সাবালিকা হওয়ার পূর্ব থেকেই পর্দার অভ্যাস গড়ে তোলা যরূরী (ফাতাওয়া লাজনা দায়েমা ১৭/২১৯)। ছাহাবায়ে কেরাম তাদের শিশুদের ছালাত ও ছিয়ামের প্রশিক্ষণ দিতেন। এমনকি ছিয়ামরত শিশুদের খেলনা দিয়ে খাবারের কথা ভুলিয়ে রাখতেন (বুখারী হা/১৯৬০, মুসলিম হা/১১৩৬)। সাধারণতঃ নয় বছর বয়সে মেয়েরা সাবালিকা হয়। যেমন আয়েশা (রা) বলেন, যখন কোন শিশু নয় বছর বয়সে পদার্পণ করে তখন সাবালিকা হয়ে যায় (তিরমিযী হা/১১০৯)।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর