আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ফার্স্টফুড, জাঙ্ক ফুডের বিধান

প্রশ্নঃ ১২৯৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাঙ্ক ফুডগুলোর অনেকগুলোতেই এমন উপাদান থাকে যেগুলো আমার জানামতে মুশবুহ। আমি এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করি। কারণ আমি জানিনা কোম্পানিগুলো ঐ উপাদান হালাল সোর্স থেকে নিয়েছে নাকি হারাম থেকে।এখন সেগুলো তো হালাল সোর্সেরও হতে পারে। আমি যে তাহলে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করছি, এ কাজটা কী করা ঠিক হচ্ছে?জাযাকাল্লাহ খাইর।

২৯ নভেম্বর, ২০২৪
মাঝিরা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
এজাতীয় খাবরের ক্ষেত্রে মূলনীতি হলো আসলে এগুলোর মাঝে যেসকল উপাদান ব্যবহার করা হয় সেগুলো হারাম বা নিষিদ্ধ বস্তু হওয়ার সম্ভাবনা কতটুকু? যদি হারাম সংমিশ্রণের সম্ভবনা প্রবল হয় তাহলে কোনো মুসলিমের জন্য এজাতীয় ফুড গ্রহন করা জায়েজ নাই। আর যদি সম্ভাবনার পরিমাণ প্রবল না হয় কিংবা নিছক কাল্পনি সন্দেহ হয় তাহলে সেগুলো গ্রহন করার অবকাশ আছে।
কিন্তু যদি হারামের সংমিশ্রণ থাকা বা না থাকার সম্ভাবনা সমান সমান হয় তাহলে তার জন্য সেগুলো গ্রহন না করাই উত্তম। একটাই তাকওয়া ও পরিপূর্ণ ইমানের দাবি। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেন-
الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُتَشَابِهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِعِرْضِهِ وَدِينِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ
“হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এই দুয়ের মাঝে অনেক বিষয় আছে সন্দেহপূর্ণ- বহু মানুষই জানে না। যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়গুলো পরিহার করবে সে তার সম্মান ও দ্বীন রক্ষা করতে পারবে। পক্ষান্তরে যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়গুলোতে লিপ্ত হবে সে হারামে লিপ্ত হবে।

কাজেই সন্দেহপূর্ণ খাবার পরিহার করা দোষনীয় কিছু নয়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন