আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২৮৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছালামু আ'লাইকুম হুজুর, তাবলিগের কিছু ভাই গাস্তের গুরুত্ব বুঝাতে গিয়ে বলে, নিজের বিয়ে যদি গাস্তের দিন থাকে তাহলে বিয়ে পিছিয়ে দেওয়া, অন্যের বিয়ে থাকলে দাওয়াতে না যাওয়া, আরো এমন কিছু উদাহরণ। এখন বিয়ে করাও তো ইবাদত, দাওয়াত গ্রহণ করাও সুন্নাহ, এখন কি তাহলে এমন কথা বলা ঠিক আছে কিনা, গাস্তের জন্য সব কাজ পিছিয়ে দেওয়া? ওইগুলো কি গাস্তের থেকে অপেক্ষাকৃত উত্তম কি, বিশেষ করে বিয়ে।

১৮ জানুয়ারী, ২০২২
Dhaka 1212

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রিয়ভাই! তাবলিগের সাথীদের ওই কথার সাথে বিয়ে ইবাদত না হওয়া কিংবা গাস্তের সাথে তুলনা করা উদ্দেশ্যে নয়। বরং যেহেতু তাবলিগের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক তাই কাজের সুবিধার্থে যেন আমাদের অন্যান্য কাজগুলো আগ-পিছ করে করি সেটাই উদ্দেশ্য। যেমন ধরুন, আমাদের যেদিন অফিস ডে- থাকে কিংবা সন্তানদের স্কুল কলেজ খোলা খাকে তখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও অংশগ্রহন করি না। এমনকি ছুটি গ্রহনের সুযোগ থাকলেও অনেক সময় পারিপার্শিকতার কথা বিবেচনা করে ছুটি নিয়ে ওই অনুষ্ঠানে অংশ গ্রহন করি না। কারণ অনুষ্ঠানে অংশগ্রহন, আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাত, ভ্রমন বা আনন্দ উপভোগ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাথে সাথে আমার কর্মস্থলও অনেক গুরুত্বপূর্ণ। একটার সাথে আমার জীবন জীবিকার সম্পর্ক আরেকটার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক। সুতরাং যেভাবে এখানে আমার অগ্র-পশ্চাৎ বিবেচনা করি তাবলিগের কাজের ক্ষেত্রেও আমরা যেন বিষয়টা বিবেচনা করি। এই আরকি!

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন