আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২২০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাউকে নির্দিষ্টভাবে ইন্ডিকেট না করে যদি এরূপ বলা হয় যে, এক ব্যক্তির আচরণ কিংবা অমুক এলাকার অধিকাংশ মানুষের আচরণ খুবই নোংরা, পক্ষান্তরে অমুক এলাকার অধিকাংশ মানুষের আচরণ খুবই ভালো, তাহলে কি গুণাহ হবে ? কি ধরনের গুণাহ ? এরূপ গুণাহের শাস্তি কিরূপ ?

১ জানুয়ারী, ২০২২
ঢাকা ১০০০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





কোন ব্যক্তির নাম-পরিচয় সুনির্ধারিত ভাবে উল্লেখ না করে সামগ্রিকভাবে সমস্যা আলোচনা করা নিষেধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কোনো ব্যক্তির মাঝে অনাকাঙ্ক্ষিত কোন কিছু দেখলে তিনি সামগ্রিকভাবে সকলের সামনে আলোচনা করতেন। আলোচনার ধরন ছিল এমন-

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، - يَعْنِي الْحِمَّانِيَّ - حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا بَلَغَهُ عَنِ الرَّجُلِ الشَّىْءُ لَمْ يَقُلْ مَا بَالُ فُلاَنٍ يَقُولُ وَلَكِنْ يَقُولُ ‏ "‏ مَا بَالُ أَقْوَامٍ يَقُولُونَ كَذَا وَكَذَا ‏"‏ ‏.

আয়িশাহ রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে কোন ব্যক্তির কোন বিষয়ে জানানো হলে তিনি এভাবে বলতেন না : তার কি হলো যে, সে একথা বলে? বরং তিনি বলতেন, লোকজনের কি হলো যে, তারা এই এই বলে।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৭৮৮

অতএব কাউকে নির্দিষ্টভাবে ইন্ডিকেট না করে যদি এমন বলা হয়, এক ব্যক্তির আচরণ কিংবা অমুক এলাকার অধিকাংশ মানুষের আচরণ এমন, এতে গুনাহ হবে না।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন