আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৩৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেবের কাছে আমার বিনীত আবেদন - এই আরবি অক্ষর গোলায় যদি দয়াকরে যের যবর পেশ বসাইয়া দিতেন তাইলে আমার জীবনকে আমি ধন্য মনে করতাম।اللّٰهُمَّ إِلَيْكَ أَشْكُو ضَعْفَ قُوَّتِى، وَقِلَّةَ حِيلَتِى وهَوَانى عَلَى النَّاس يَا أَرْحَمَ الرَّاحِمِينَ، أَنْتَ رَبُّ المُسْتَضْعَفِينَ، وأَنْتَ رَبَّى إلَى مَنْ تَكِلَنِى إِلَى بَعِيدٍ يَتَجَهَّمُنِى؟ أوْ إلى عَدوٍّ مَلَّكْتَهُ أَمْرِى، إنْ لَمْ يَكُنْ بِكَ غَضَبٌ عَلَىَّ فَلاَ أُبَالِى، غَيْرَ أَنَّ عَافِيتَكَ هِى أَوْسَعُ لى، أَعُوذُ بِنُورِ وَجْهِكَ الَّذِى أَشْرَقَتْ لَهُ الظُّلُمَاتُ، وَصَلُحَ عَلَيْهِ أَمْرُ الدُّنيا وَالآخِرَةِ أَنْ يَحِلَّ عَلَىَّ غَضَبُكَ أوْ أَنْ يَنْزِلَ بى سَخَطُك، لك العُتبى حَتَّى تَرْضَى وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلا بِكَ

১৪ ডিসেম্বর, ২০২১
ছাতক

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রিয় প্রশ্নকারী! আপনার পাঠানো দোয়ায় অধিকাংশই হরকত দেওয়া আছে। খুব সামান্যই যোগ করতে হয়েছে। যারা কুরআন দেখে পড়তে পারেন তারা এজাতীয় লেখা পড়তে সক্ষম হওয়ার কথা। আমরা ধারণা করি আপনিও কুরআন তেলাওয়াতে সক্ষম। আর যদি পুরোপুরি সক্ষম না হোন তবে অবশ্যই আপনি কুরআন তেলাওয়াত শেখার প্রতি গুরুত্বারোপ করবেন। কেননা একজন মুমিনের জন্য এরচেয়ে বড় দুর্ভাগ্য আর কিই-বা হতে পারে যে তিনি অন্তত দেখে কুরআন পড়তে পারেন না!! আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। আপনার আমার সকলের জীবনকে ধন্য ও পুণ্যময় করুন। আমিন।

اَللّٰهُمَّ إِلَيْكَ أَشْكُوْ ضُعْفَ قُوَّتِىْ، وَقِلَّةَ حِيْلَتِىْ وَهَوَانِىْ عَلٰى النَّاس يَا أَرْحَمَ الرَّاحِمِينَ، أَنْتَ رَبُّ المُسْتَضْعَفِينَ، وأَنْتَ رَبِّىْ - إلٰى مَنْ تَكِلُنِىْ؟ إِلٰى بَعِيدٍ يَّتَجَهَّمُنِىْ؟ أوْ إلٰى عَدُوٍّ مَلَّكْتَهُ أَمْرِىْ، إنْ لَمْ يَكُنْ بِكَ غَضَبٌ عَلَىَّ فَلاَ أُبَالِىْ، غَيْرَ أَنَّ عَافِيَتَكَ هِىْ أَوْسَعُ لِىْ، أَعُوذُ بِنُوْرِ وَجْهِكَ الَّذِىْ أَشْرَقَتْ لَهُ الظُّلُمَاتُ، وَصَلُحَ عَلَيْهِ أَمْرُ الدُّنْيَا وَالأٰخِرَةِ أَنَّ يَحِلَّ عَلَىَّ غَضَبُكَ أوْ أَنْ يَّنْزِلَ بِىْ سَخَطُكَ، لَكَ الْعُتْبٰى حَتَّى تَرْضٰى وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِكَ-

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন