আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাগ কমানোর জন্য এবং ধৈয্য ধরার জন্য কোন দয়া টা বেশি বেশি পরবো???

৬ ডিসেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




রাগ নিয়ন্ত্রণ করার জন্য

أعوذ بالله من الشيطان الرجيم

"আঊযু বিল্লাহি মিনাশ-শাইতানির রাজীম" পড়বে। দাঁড়ানো অবস্থায় আসলে দাঁড়ানো থেকে বসে যাবে। বসা অবস্থায় রাগ হলে বসা থেকে শুয়ে যাবে। এরপরও রাগ নিয়ন্ত্রণ না হলে ওযু করবে।

এছাড়া আরো পড়তে পারেন —

لاحول ولا قوّة إلا بالله العلي العظيم

"লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম"।

ধৈর্য ধারনের জন্য পড়তে পারেন

اَللّٰهُمَ اجْعَلْنِيْ صَبُوْرًا وَّ اجْعَلْنِيْ شَكُوْرًا

উচ্চারণ: আল্লাহুম্মাজ আলনী সবূর, ওয়াজ আলনী শাকূর।

والله اعلم بالصواب

মাহমুদুল হাসান মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর