আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

হিজড়া পশু দিয়ে কুরবানীর হুকুম

প্রশ্নঃ ১০৭৫৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হিজড়া দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা

২০ জুন, ২০২৫
বাঘা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যে পশুটি হিজড়া অর্থাৎ যার মধ্যে নর ও মাদী উভয় লক্ষণ বিদ্যমান, অথবা যার মধ্যে কোনো লিঙ্গের স্পষ্ট লক্ষণই নেই, প্রস্রাব করার জন্য শুধু একটি ছিদ্র আছে — এমন পশুর কোরবানি বা আকীকা শরীয়তের দৃষ্টিতে সহীহ (গ্রহণযোগ্য) নয়।

لَا تَجُوزُ التَّضْحِيَةُ بِالشَّاةِ الْخُنْثَى؛ لِأَنَّ لَحْمَهَا لَا يَنْضَجُ، تَنَاثُرُ شَعْرِ الْأُضْحِيَّةِ فِي غَيْرِ وَقْتِهِ يَجُوزُ إذَا كَانَ لَهَا نِقْيٌ أَيْ مُخٌّ كَذَا فِي الْقُنْيَةِ. (الْبَابُ الْخَامِسُ فِي بَيَانِ مَحَلِّ إقَامَةِ الْوَاجِبِ، ۵ / ۲۹۹، ط: دار الفكر)۔ فقط واللہ اعلم

فتوی نمبر : 144111201860

دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

والله اعلم بالصواب

মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন