আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৩১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা।দীর্ঘ বছর প্যারালাইজড। সর্বক্ষণ প্রস্রাবনালীতে ক্যাথেটার থাকে।শায়খের নিকট আমার স্বলাত আদায়ের নিয়ম জানতে চাই।

১৮ নভেম্বর, ২০২১
Comilla 3500

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




আপনি যে অবস্থায় আছেন, তাতে যদি সম্ভব হয় তাহলে নামাজের আগে শুধু অজু করে নেবেন। তারপর নামাজ আদায় করবেন। এ অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা নেই।

যদি অজু করতেও সক্ষম না হন, তাহলে আপনি শুধু তায়াম্মুম করবেন। নামাজ কিন্তু অবশ্যই আদায় করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহুতায়ালা নামাজকে ফরজ করেছেন, তাই নামাজ কখনো বাদ দেওয়া যাবে না।

আল্লাহর নবী (সা.) বলেছেন, ‘যে এই নামাজ ত্যাগ করল, সে কুফরি করল।’

সুতরাং, নামাজ ত্যাগের সামান্যতম অনুমোদন ইসলামে নেই। যে অবস্থাতেই থাকেন না কেন, আপনার জন্য নামাজ পড়া জায়েজ এবং আপনি আদায় করতে পারবেন।

সক্ষম হলে প্রতি ওয়াক্ত নামাজের আগে আপনি অজু করে নেবেন, না পারলে তায়াম্মুম করবেন।
এমনিভাবে নামাজের ক্ষেত্রে যদি রুকু-সেজদা সহকারে নামাজ আদায় করতে সক্ষম না হন তাহলে যেভাবে পারেন সেভাবে আদায় করে নিতে হবে!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন