আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১২৭৫৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
ঢাকা থেকে আমাদের এই জায়গায় (নবাবগঞ্জ, ঢাকা) একটি জামাত এসেছিল। তাদের মধ্যে একজন মুসাফির ছিল। সে চট্টগ্রাম থেকে এসেছিল। সে তো কসর নামাজ পড়বে। কিন্তু সে আলেম হওয়ায় ঐদিন এশার নামাজ পড়ায়।তার পিছে জামাতের সকল সাথী নামাজ পড়ে।সে ইমাম হয়ে দুই রাকাত না পড়িয়ে চার রাকাত প্রায়। পরে এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব শুরু হয় তারা সন্দেহে পড়ে যায় যে তাদের নামাজ হয়েছে কিনা। তার পিছে এক্তেদা করা হয়েছে কিনা।
এখন প্রশ্ন ইমাম যেহেতু মুসাফির ছিল এবং চার রাকাত নামাজ পড়িয়েছিল। এখন জানার বিষয় জামাতের সাথীদের নামাজ হয়েছে কিনা যারা মুসাফির ইমামের পিছে চার রাকাত নামাজই পড়েছে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ জানুয়ারী, ২০২২
নবাবগঞ্জ