আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২৯৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১)কারো নামাজে রাকাত নিয়ে সন্দেহ হলো কিন্তু সে ৯৫% নিশ্চিত যে তার রাকাত ঠিক আছে, এমন অবস্থায় সে শেষে যদি সিজদা সাহু না দেয়, আর আসলেই তার রাকাত সংখ্যা ঠিক আছে, তাহলে তার সিজদা সাহু না দেয়ার জন্য নামাজ সহিহ হবে?২)কেউ সাহু সিজদা করেছে কিনা সেটা নিয়ে যদি সন্দেহে পড়ে তখন কি করবে?এমন অবস্হায় সে ২ বার সাহু সিজদা হয়ে যেতে পারে সে চিন্তায় সিজদা না করলে আর তার আসলে সাহু সিজদা একবারও দেয়া হয়নি, তাহলে নামাজ হবে?৩) নামাজ ফাসিদ মানে কি?

২৬ জানুয়ারী, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি কারও মনে সন্দেহ সৃষ্টি হয় তাহলে তার জন্য করণীয় হলো-
যদি তার এই ভুল বা সংশয় জীবনের প্রথম হয়ে থাকে তাহলে তিনি নামাজ ছেড়ে দিয়ে পুনরায় নামাজ শুরু করবেন। আর যদি এজাতীয় ভুল ইতিপূর্বেও হয়ে থাকে কিংবা মাঝে মধ্যেই হয় তাহলে তিনি নামাজের মধ্যেই চিন্তা করে প্রবল ধারণার ভিত্তিতে সংখ্যা নির্ধারণ করবেন এবং ওই সংখ্যা ধরে অবশিষ্ট নামাজ পূর্ণ করে শেষে সেজদা সাহু করবেন।

কিন্তু যদি ধারণার ভিত্তিতে কোনো সংখ্যাই নির্ধারণ করতে সক্ষম না হোন তাহলে সর্বনিম্ম সংখ্যা ধরে প্রত্যেক রাকাতে বৈঠক করে নামাজ শেষ করবেন এবং শেষে সেজদা সাহু আদায় করবেন।

নামাজ ফাসিদ হওয়া মাজে নামাজ নষ্ট হওয়া।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي جَاءَ الشَّيْطَانُ ، فَلَبَسَ عَلَيْهِ حَتَّى لاَ يَدْرِيَ كَمْ صَلَّى ، فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ

وعَنْ أَبي هُريْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَال : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِذا نُودِي بالصَّلاةِ، أَدْبرَ الشيْطَانُ ولهُ ضُرَاطٌ حتَّى لاَ يسْمع التَّأْذِينَ، فَإِذا قُضِيَ النِّداءُ أَقْبَل، حتَّى إِذا ثُوِّبَ للصَّلاةِ أَدْبَر، حَتَّى إِذا قُضِيَ التَّثْويِبُ أَقْبلَ، حَتَّى يخْطِر بَيْنَ المرْءِ ونَفْسِهِ يقُولُ: اذْكُرْ كَذا، واذكُرْ كذا لمَا لَمْ يكن يذْكُرْ منْ قَبْلُ حَتَّى يظَلَّ الرَّجُلُ مَا يدرَي كَمْ صلَّى متفقٌ عَلَيْهِ

আরো দেখুন
হেদায়া: 1/160, ফতোয়া হিন্দিয়া, 1/190, তানভিরুল আবসার শামীও আদদুররুল মুখতার সম্বলিত:2/675-

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন