আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৯৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
শাইখ, আমি মোস্তাসিম বিল্লাহ তকী। আমি বগুড়া থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন ছিল।
১. বাজারে এমন কিছু তেল পাওয়া যায় যা "beard growth oil" নামে পরিচিত। দাড়ি বড় করা বা গজানোর জন্য আমি কি এটা ব্যবহার করতে পারি?
২. এক ডকুমেন্টারিতে বলা আছে"MASTURBATION IS NOT HARAAM OR SINFUL BUT MAKROOH & DISCOURAGED IN ISLAAM" আমি কাউকে আঘাত করার জন্য প্রশ্নটা করিনি। শুধু জানতে চাচ্ছি কোরআন এবং হাদিসের আলোকে কতটুকু যুক্তিযুক্ত? যদি সুযোগ হয় তবে উত্তরটা দিয়েন। জাযাকাল্লাহু খায়রান।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
২০ ডিসেম্বর, ২০২০
বগুড়া ৫৮০০
#৩৯৫৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুহতারাম আমার প্রশ্নগুলোর জবাব দিবেন দয়া করে:

১| আমরা ইদানিং বিভিন্ন ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়ি। এগুলো ক্রয় করে পড়া হলে হয়ত লেখক একটি সম্মানি পেতেন।এখন পিডিএফ গুলোর ক্ষেত্রে লেখক তার সম্মানি পান কিনা আমরা জানি না।এক্ষেত্রে এই বইগুলি পড়া যাবে কিনা?

২|যদি লেখক বইগুলি থেকে সম্মানি না পান তবে কি বইগুলি পড়ার জন্য আমরা কি গুনাহগার হব। আর আপাতত পিডিএফগুলো পড়ে পরে বইগুলি কিনে নিলে হবে ?

৩|শীতকালে আমরা অনেকেই হুডি পড়ি। এই হুডির উপরের যে ক্যাপ অংশ তা মাথায় রেখে সালাত আদায় করলে কি টুপির সুন্নাত আদায় হবে?

৪|আমি ওয়াশরুমে হাজতের শেষে যখন পবিত্রতা অর্জন করি তখন মনে হয় পানির ছিটা উপরের দিকে উঠছে আমার গায়ে লাগছে। এখন সঠিকভাবে পানি লাগে কিনা আমি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারি না তখন আমি কি করতে পারি? আবার অনেক সময় ভাবি যেই পরিমাণ পানির ফোঁটা লাগতে পারে তাতে তো এক দিরহামের চেয়ে কম হয় তাই আর ধোয়ার প্রয়োজন মনে করি না। আমার এই ধারনা করা ঠিক না ভুল।(উল্লেখ্য ধোয়ার সময় আমি নতুন আরো সমস্যায় পড়ি তাই অল্প পরিমাণ নাপাক ধৌত করি না।)

জাজাকাল্লাহু খায়রান।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৩ ডিসেম্বর, ২০২০
ঢাকা