আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#২১০৭৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
[২৫:৪৩] আল ফুরকান


أَرَأَيتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ أَفَأَنتَ تَكونُ عَلَيهِ وَكيلًا

বায়ান ফাউন্ডেশন:
তুমি কি তাকে দেখনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?


এই আয়াতে যে নাফসের গোলামি বলা হইছে এটা দিয়া আসলে কোন বিশয়কে বোঝানো হইছে?

আমরা সারাদিন যত কাজ করে থাকি তার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই নাফসের ইচ্ছাতেই করা হয়ে থাকে।
যেমন কেউ অযথা সময় নষ্ট করে, মিত্থ্যা কথা বলে, গালিগালাজ করে বা অন্য আরো জত ভাবে আমরা নাফসকে মেনে চলি।
এই সব ধরনের কাজের মাধ্যমেই কি নাফসকে ইলাহরুপে গ্রহণ করা হয়?

তাহলে কি সব ধরনের কাজ জা নাফসের আদেশে করা হয় এগুলা কি শির্ক হয়?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৫ আগস্ট, ২০২২
কালীগঞ্জ
#২০৯৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় শাইখ,,

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। কিন্তু আমার প্রশ্ন হল,,
প্রত্যেকটা প্রাণীকেই কি মৃত্যুর যন্ত্রণা করা লাগবে???
যারা পশু পাখি আছে তারাও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন??
যারা শহীদ হয় তারা কি মৃত্যু যন্ত্রণা ভোগ করে??
যারা সিদ্দিক তারা কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??

গত শতকে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিল যে গাছেরও নাকি প্রাণ আছে,, তাহলে কি গাছ ও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??

কুরআন হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন প্রিয় শায়খ,,এই অনুরোধ করছি,, আল্লাহ তায়ালা আপনার জ্ঞানে বারাকা দান করুন। আমীন
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩০ জুলাই, ২০২২
কুড়িগ্রাম