আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

যানবাহনে আরোহণ

প্রশ্নঃ ২৪২৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নদীর ওপর সেতু দিয়ে পারাপার করলে কী সালাম পেশ করতে হই?? আমি হঠাৎ খেয়াল করলাম ট্রেনে একজন মহিলা গাড়িটি সেতু ওপর চলতে শুরু করলো উনি ডান হাতটা একবার কপালে ঠেকিয়ে তারপর চুমু খেলেন আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতে উনি বললেন নদীতে থাকা প্রাণীগুলো ওপর থেকে যাচ্ছি তাই এই ভাবে সালাম দিতে হই,,তখনই মনে মনে ভেবেছিলাম এই অ্যাপে জিজ্ঞেস করে সত্য জানতে হবে,,, উনি যদি ভুল করেন তাহলে কখনো আবার দেখা হলে ওনাকে শুধরে দেবো না হই আমি নিজেকে শুধরে নেবো,,,এটা কতটা যুক্তসঙ্গত দয়া করে জানাবেন,,,অগ্রিম জাঝাকল্লাহা খাইরণ

২ নভেম্বর, ২০২২
West Bengal ৭২১৬২৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
ওই মহিলার কাজের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। তিনি নিতান্তই কুসংস্কার কিংবা প্রতিবেশী ধর্মাবলম্বীদের অনুসরণে এমনটি করেছেন। ইসলামে দৃষ্টিতে যানবাহনে আরোহনের সময় প্রাসঙ্গিক সুন্নাত-
ক. যানবাহনে উঠার সময় ‘বিসমিল্লাহ’ বলে পা রাখা। (তিরমিজি)
খ. যানবাহনের উঠার পর স্থির হলে বা বসার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা তার পর আরোহনের দোয়াটি পড়া। (তিরমিজি)
গ. দোয়া পড়ার পর তিনবার ‘আলহামদুলিল্লাহ’ এবং তিনবার ‘আল্লাহু আকবার’ বলা। (তিরমিজি)
ঘ. সর্বশেষ এ দোয়া পাঠ করা-
سُـبْحانَكَ اللّهُـمَّ إِنّي ظَلَـمْتُ نَفْسي فَاغْـفِرْ لي، فَإِنَّهُ لا يَغْفِـرُ الذُّنوبَ إِلاّ أَنْـت
‘সুবহানাকা আল্লাহুম্ম ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা।’ (তিরমিজি)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন