আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৬৩৯৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম
১,আমাদের ৫ ওয়াক্ত সালাত এ ৩ ওয়াক্ত সালাত এ কেরাত উচ্চস্বরে বলা হয়,এবং ২ ওয়াক্ত মনে মনে.এটা কেন করা হয়? সঠিক বিশ্লেষণ জানতে চাই,
২,আমি গান শুনা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রুমমেট গান সিনেমা দেখে এবং শুনে আমি বারণ করলে সাময়িক কিছু সময় অফ করে,আমর প্রশ্ন হচ্ছে আমি ত শুনতে চাইনা আমার কানে চলে আসে সেক্ষেত্রে কী আমি গুনাহগার হব?
৩,রোজা অবস্থা, ওযুর সময় যখন আমি মুখে বা নাকে পানি দেই মুখের কুলি করা অবশিষ্ট পানি যদি অনিচ্ছুক ভিতরে চলে যায়,তাহলে কী রোজা সমস্যা হবে?
আশা করি উওরগুলো রিপলে পাবো।ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১ জুন, ২০২১
ঢাকা
#৬৩২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আপনি ?
আমার এক বড় ভাই আমাকে প্রশ্নটিই করেছিল যে রোজা অবস্থায় সে নাকি তার গার্লফ্রেন্ড টেকে চুমু খেয়েছে চুমু খাওয়ার দ্বারা কি রোজা নষ্ট হয়ে যাবে ?


আর এক আত্মীয় আমার কাছে একটা প্রশ্ন করেছিলো।
সেটা হলো যে তার কিছু ফরজ রোজা ছুটে গেছে এখন সে বলল তার মনে হচ্ছে যে নফল রোজা রাখে এখন তার প্রশ্নটা হলো এটাই যে সে কি ফরজ রোজা গুলা করে নিবে নাকি নফল রোজা করতে পারবে ফরজএ রোজার আগেই ।


আর একটা বিষয় আমার একটু খটকা রয়েছে এটা একটু সমাধান দিলে অনেক ভালো হবে সেটা হলো যে আমি একটা বই দেখলাম মানে স্বামী স্ত্রী তালাক বিষয়ের এখানে দেখা গেল যে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন কি তার স্বামী স্ত্রীকে যে মোহরানা দিয়েছিল সেগুলো কি স্বামী ফেরত পাবে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৭ জুন, ২০২১
হাকিমপুর
#৬১২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ।
আমার প্রশ্ন হল যে আমাদের এলাকায় একজন ইমাম সাব আছে উনি যে টাইমে খুতবা দেয় আমি লক্ষ্য করি উনি খুতবা দেওয়ার পূর্বে সকল মুসল্লিকে উদ্দেশ্য করে প্রথমে সালাম দেয় তার পরে খুতবা শুরু করে। এখন এর সমাধান কি ?

আমি একজন বিবাহিত লোক আমি রমজান মাসে আমার স্ত্রীর সাথে সহবাস করে ওই অবস্থায় শেষ রাতের খানা খেয়ে ঘুমিয়ে গেছে এখন সকাল বেলা উঠে গোসল করেছি , এই সময়গুলো বিলম্ব করা এবং বের করে গোসল করা বা ঐ অবস্থায় খানাপারা। এতে কি রোজার কোন সমস্যা হবে ? নাকি একবারে রোজায় হবে না ?


ফেত্রা এবং যাকাতের মধ্যে কোন ধরনের পার্থক্য আছে কি ? যদি থাকে তাহলে বিস্তারিতভাবে একটু বুঝিয়ে দিলে ভালো হতো।


শেষ প্রশ্ন হল যে। আমি একজন মুসলমান এজন্য আমি ফেতরা দিতে চাই এখন আমি দেখতেছি যে ফিতরার পরিমাণ 60 টাকা বা 70 টাকা । এখন আমার মেন প্রশ্ন হল যে আমাদের বাড়িতে সদস্য আমরা চারজন এখন দেখা যাইতেছে যে প্রায় 300 টাকার কাছাকাছি আসছে এখন আমি চাইতেছি যে একটা মানুষকে ধরে নেন 500 টাকা পাঁচশ টাকার একটা দামী ভালো জিনিস দিলাম যা সে আমার কাছে আবদার করেছে । এখন ওই ওই পণ্যটা দাওয়াত দ্বারা আমার কি ফেতরা আদায় হয়ে যাবে কি ? পাশাপাশি একটা কথা বলে রাখি ওই পণ্যটা ভালো জিনিস যেমন ধরেন নামাজের জন্য একটা জায়নামাজ একটা পাঞ্জাবী বা একটা শাড়ি লুঙ্গি ইত্যাদি ইত্যাদি।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৭ মে, ২০২১
হাকিমপুর
#৬০৬৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ।
আমি একজন সাধারন মানুষ আমার দিনমজুরি করে খেতে হয় , এখন আমার প্রশ্ন হল এই যে আমাদের এখানে ধান কাটার সিজন এখন সুতরাং আমি ধান কাটি তবে কথা হল যে রোজার মাসে এটা । সুতরাং ধান কাটার কারণে আমি রোজা রাখতে পারি না , আমি শুনেছি যে একটা রোজা কাজা হয়ে গেলে রমজানের বাহিরে নাকি একটার জন্য 60 টি রোজা করতে হয় তাহলে তো আমার ধান কাটার কারণে অনেক রোজা পড়ে গিয়েছে এখন রমজানের বাহিরে আমি কয়টা রোজা রাখব এবং কিভাবে রাখব ?


আরেকটা বিষয় হলো যে আমি একজন মুসল্লী নামাজ পড়ি তবে আমার সমস্যা হল , যে অজু করার পর পরেই আমার মনে ধারণা হয় যে আমার পিছন দিক দিয়ে বাতাস বের হইল দানামা যখন শুরু করে দেই হয়তো 1,2 রাকাত যাওয়ার পরে এমনটা আমার মনে ধারণা হয় এতে আমার করনীয় কি। এতে কি আমার নামাজ হয়ে যাবে নাকি হবে না ?
উত্তর দুটি দিলে অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আমি।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১১ মে, ২০২১
হাকিমপুর