আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৭৮৬৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক সময় অনলাইনে দেখি সুরা ফাতিহা ৩ বার পড়লে আল-কুরআন ১ বার খতমের সওয়াব হয়। (তফসীরে মাযহারী ১ম, পৃ ১৫)।

সুরা ইখলাস ৩ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (সহিহ বুখারী ২য়, পৃ ৬৫০)।

সুরা ইয়াসিন ১ বার পড়লে ১০ খতম এর সওয়াব হয়। (সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৬)।

সুরা কাফিরুন ৪ বার পড়লে খতমের সওয়াব হয়। (সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

সুরা যিলযাল ২ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

সুরা ক্বদর ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (দুররে মনসুর ৬ষ্ট, পৃ ৬৮০)।

আয়তুল কুরসী ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (তফসীরে মাযহারী ২য় খন্ড, পৃ ৩১)।

সুরা নসর ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

সুরা আদিয়াত ২ বার পড়লে ১ খতমের সওয়াব হয়। (দুররে মনসুর ৬ষ্ট, পৃ ৬৯৫)।
এই রেফারেন্স গুলো কি ঠিক আছে? আর ঠিক থাকলে এভাবে সুরা গুলো পড়লে কোরআন খতমের সাওব পাব?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
৪ মে, ২০২২
H৮৭৭+৭J - العجبان - أبو ظبي - الإمارات العربية المتحدة (AE)