প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৫৪তম পর্ব) – চেটেপুটে সুন্নাত

লেখক:শাইখ মুহাম্মাদ আতীক উল্লাহ
১১ জুলাই, ২০২৪
৪৩৭ বার দেখা হয়েছে
মন্তব্য

আমাদের প্রিয় নবীজির সবকিছুই সুন্দর! তিনি নিজে সুন্দর! তার কথা সুন্দর! তার কাজ সুন্দর! তার মন সুন্দর! নবীজি সা.-এর খাওয়াও সুন্দর! কী নিপুণভাবেই না তিনি খাবার গ্রহণ করতেন।


আধুনিক মানুষেরা যেটাকে রুচিবোধ বলে বা শৈল্পিক ব্যঞ্জনা বলে, ঠিক সেটাই আমাদের ধর্মীয় ঘরানায় ‘সুন্নাত’ হিশেবে পরিগনিত। আবার তাদের শিল্প-রুচি আর আমাদের ‘সুন্নাত’ এক নয়। দুয়ের ধরন ও প্রকরণে বহুত ফারাক!


নবীজীবনের প্রতিটি পলেই আমাদের জন্যে শিক্ষা! আমাদের জন্যে আদর্শ।

আজ আমরা পুরো খাবার নয়, শুধু খাবার শেষ করার নববী ভঙ্গিটার সাথে পরিচিত হবো! পেয়ারা নবী হাত দিয়ে খাবার খেতেন। খাবারশেষে ‘আঙুল’ চেটে খেতেন। তিনি বলেও গেছেন:

إِذَا أَكَلَ أَحَدُكُمْ مِنَ الطَّعَامِ فَلا يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا”، أَوْ “يُلْعِقَهَا

তোমরা যখন খাবার গ্রহন করবে, চেটে খাওয়ার আগে হাত ধোবে না! অথবা অন্যকে হাতটা চেটে খেতে দিবে! (মুসলিম)।


অন্যকে চেটে খেতে দেয়ার বিষয়টা শুনে কারো মনে আপত্তি উঠতে পারে, ব্যাপারটা বাচ্চাদের হাত চেটে খাওয়ার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি! স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি! যাদের সাথে হৃদ্যতা গভীর! যাদের সাথে আপন রুচির গভীর মিল আছে, তাদের ক্ষেত্রে! মূল বিষয় হলো ‘খাবারশেষে’ নিজের আঙুল চেটে খাওয়া!


কেন চেটে খাবো? নবীজিই উত্তর দিয়েছেন:

وَلَا يَمْسَحْ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَ أَصَابِعَهُ، فَإِنَّهُ لا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ الْبَرَكَةُ

আঙুল চেটে না খেয়ে, হাত রুমালে মুছবে না। কারণ জানা নেই খাবারের কোন অংশটাতে ‘বারাকাহ’ আছে! (মুসলিম)।

পেয়ারা নবী এও বলে গেছেন:

فَإِنَّ آخِرَ الطَّعَامِ فِيهِ بَرَكَةٌ

কারণ খাবারের শেষাংশেই ‘বারাকাহ’ আছে! (নাসায়ী)।


এজন্যই নিয়ম হলো প্লেটে অল্প অল্প খাবার নেয়া। ওগুলো শেষ করে আবার নেয়া। তীব্র ক্ষুধার কারণে একসাথে প্লেটভর্তি করে ভাত নিলাম, পরে কোনও কারণে খাবারটা মুখে না রুচলে ফেলে দিতে হয়। এটা অপচয়! বুদ্ধিমানের কাজ হলো, শুরুতে সতর্ক থাকা! ভাল লাগলে আস্তে আস্তে পরিমাণ বাড়ানো! এ-নিয়মে ভাত বা খাবার নিলে, নষ্ট হওয়ার আশংকা থাকে না। সর্বোপরি খাবারশেষের বরকত লাভেরও সৌভাগ্য নসীব হবে!

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

কাছরাতে যিকির

...

হযরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রহঃ
৮ নভেম্বর, ২০২৪
১৯২১ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →

আল্লামা শাব্বীর আহমাদ উসমানী রহঃ

শাহ আব্দুল আযীয দেহলভী রহঃ

শাইখুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবী রহঃ

মাওঃ উবাইদুল্লাহ সিন্ধী রহঃ

সায়্যিদ সাবেক রহঃ

আল্লামা আব্দুল মজীদ নাদীম রহঃ

মাওলানা আসলাম শাইখুপুরী

শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহঃ

মাওঃ আবু আম্মার যাহেদ রাশেদী

মাওঃ নুরুল হাসান রাশেদ কান্ধলভী

মুফতী হাবীবুর রহমান খাইরাবাদী

আল্লামা আবুল কালাম আযাদ রহঃ

মাওলানা সাঈদ আহমদ

মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন দাঃ

হযরত মাওলানা নূর হোসাইন কাসেমী রহঃ

মাওলানা হাবীবুর রহমান খান

মাওলানা সাঈদ আহমাদ বিন গিয়াসুদ্দীন

মাওঃ আবু বকর সিরাজী

শায়েখ আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে উমার [রহ.]

মাওঃ এনামুল হাসান