প্রবন্ধ

মন্দ দ্বিধা; স্বরূপ ও প্রতিকার

লেখক:শাইখ আহমাদুল্লাহ
২৬ নভেম্বর, ২০২২
১১৪৪ বার দেখা হয়েছে
মন্তব্য

"নিজের ভুল স্বীকার করতে আমাদের ‘দ্বিধা’ হয়। কাছের মানুষের অন্যায়কে অন্যায় বলতে ‘দ্বিধা’ হয়। গরিব বয়স্ক লোককে সম্মান জানাতে ‘দ্বিধা’ হয়। বাসার কাজের লোককে নিজেদের মতো মানুষ ভাবতে দ্বিধা হয়। এমন কতো মন্দ ‘দ্বিধা’ আমরা পদে পদে লালন করি। এসব নিন্দনীয় ‘দ্বিধা’ দূরের জন্যে ওরা ক্যাম্পেইন করে না। ওরা ক্যাম্পেইন করে মানব-চরিত্রের অলংকার —‘সহজাত লাজুকতা’ ও হারামে লিপ্ত হওয়ার ‘দ্বিধা’ দূর করার জন্যে। যারা তরুণদের প্রশংসনীয় লাজ দূর করতে চায়, নির্মূল করতে চায় দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ, তাদের থেকেই বরং দ্বিধাহীন দূরে সরার গল্প আমাদের রচনা করতে হবে।"

- শায়খ আহমাদুল্লাহ

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

সালাফে সালিহিনদের আমল

...

মাওলানা আইনুল হক ক্বাসেমি
১০ নভেম্বর, ২০২৪
৩৫৮৪ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →