প্রবন্ধ
তালিবুল ইলমদের উদ্দেশে শায়খ মুহাম্মদ আওয়ামা
আরব বিশ্বের খ্যাতিমান হাদীস শাস্ত্রবিদ, সালাফের প্রতিচ্ছবি, শায়খ মুহাম্মদ আওয়ামা হাফিযাহুল্লাহ তালিবুল ইলম ও আলেমদের উদ্দেশ্যে বলেন,
১. দীনী ইলম অর্জনকে অসিলা মনে করবে। এটিই সবকিছু না। এর মূল উদ্দেশ্য হল আমল করা। অতএব আমাদের কর্তব্য হল ইলম অনুযায়ী আমল করার প্রতি উদ্যোগী ও মনযোগী হওয়া।
২. ইলমকে দুনিয়া অর্জনের উপকরণ বানাবে না। এর থেকে এই ইলমকে পূত-পবিত্র রাখবে, নিজেরাও সম্মানিত থাকবে।
৩. নিরবিচ্ছিন্নভাবে ইলম অর্জন করতে থাকবে। আজ মুসলিম উম্মাহর বিভিন্ন শাস্ত্রে গবেষক আলেমদের খুবই প্রয়োজন।এমনকি ইলমের ক্ষুদ্র ক্ষুদ্র শাখায়ও।
৪. এই ইলম দীন। তাই আলেম, তালিবুল ইলমদের প্রতিটি কথা, প্রতিটি লেখা যেন নির্ভরযোগ্য হয়, সে বিষয়ে লক্ষ্য রাখাআবশ্যক।
আরবের দাঈ বিশিষ্ট গবেষক আলেমে দীন শায়খ ইউসুফ আল কারযাবিকে হাদীস বর্ণনার অনুমতি দিয়ে, ইজাযতনামার শেষে তিনি আলেম তালিবুল ইলমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এনসিহতগুলো পেশ করেন।
এরপর তিনি তালিবুল ইলমদের বিশেষভাবে ৩ টি দুআ করার অসিয়ত করেন।
اللَّهُمَّ إني أسألُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وعَمَلاً مُتَقَبَّلاً
এই দুআটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজর সালাত আদায় করে পড়তেন।
২. رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
এই দুআটি হযরত আবু বকর রাযিআল্লাহু আনহু মাগরিবের সালাতের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পরে পড়তেন।
৩. اللَّهُمَّ لَكَ سَجَدَ سَوَادِيْ وَبِكَ آمَنَ فُؤَادِيْ، اللَّهُمَّ ارْزُقْنِيْ عِلْماً يَنْفَعُنِيْ، وَعَمَلاً يَرْفَعُنِيْ
এটি হযরত আবদুল্লাহ ইবনু ওমর রাযিআল্লাহু আনহুর দুআ। যা তিনি সিজদায় পড়তেন।
উল্লেখ্য, উভয় মনীষীই একে অপরের কাছ থেকে হাদীস বর্ণনার ইজাযত গ্রহন করেছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো ভালভাবে উপলব্ধি করার ও সে মোতাবেক আমল করার তাওফিক দান করুন। আমীন।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সময়ের হেফাযত ও রুটিন মাফিক অধ্যয়নের গুরুত্ব
মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল সময়। সময় রহস্যের অতলে লুকিয়ে আছে মানুষের ভাঙ্গা-গড়ার অনেক ইতিহাস, মুহূর...
مطالعہ و تحقیق کے مزاج کو فروغ دینے کی ضرورت
(چند سال قبل برصغیر کے نامور محقق اور مورخ حضرت مولانا نور الحسن راشد کاندھلوی مدظلہ (مدیر سہ ماہی ’...
নিরাশা নয় আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন
ইয়াকুব আলাইহিস সালামের ছিল বারোজন পুত্র সন্তান। দশজন ভিন্ন ভিন্ন ঘরে। আর ইউসুফ ও বিনইয়ামীন নামে দুই ...
বয়স্কদের ইলম শেখা : কিছু সমস্যা ও সমাধান
আপনারা আর সাধারণ তালিবুল ইলম যারা তারা এক নয়। যেহেতু আপনারা সকলেই বয়স্ক। একেকজন একেক পেশার সঙ্গে য...