প্রবন্ধ
উক্তি
"কিছু লোক খেকশিয়ালের চেয়ে ভালো অবস্থানে নেই।"
‘এক মা খেকশিয়াল ছিল।
একরাতে ওই মা খেকশিয়ালের ছানা বলল― ‘আম্মা, আম্মা,
মা খেকশিয়াল বলল― ‘বেটা, কী হয়েছে?’
ছানা বলল― ‘বাইরে লোকজন পরীদের নিয়ে কথাবার্তা বলছে।’
তখন মা খেকশিয়াল বলল― ‘কথা বলো না। চুপচাপ থাকো। লোকেরা আমার ব্যাপারেই এ ধারণা করে বসে আছে যে, আমিই পরী’।
কিছু লোক এক-আধটু মেহনত করে বা অল্প-বিস্তর কুরবানি দিয়ে অথবা টুকটাক কিছু ‘উসুল’ জেনে নিজের ব্যাপারে এ ধারণা পোষণ করছে যে, ‘আমিই মেহনত করছি। আমার মাধ্যমেই মেহনত চলছে। আমিই মেহনতকে এগিয়ে নিচ্ছি।’ এ ধরনের লোক ওই মা খেকশিয়ালের চেয়ে ভালো অবস্থানে নেই।
আকাবিরিনে তাবলীগ কে মালফুজাত
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
তালিবুল ইলমদের উদ্দেশে শায়খ মুহাম্মদ আওয়ামা
আরব বিশ্বের খ্যাতিমান হাদীস শাস্ত্রবিদ, সালাফের প্রতিচ্ছবি, শায়খ মুহাম্মদ আওয়ামা হাফিযাহুল্লাহ তালিব...
সালাফে সালিহিনদের আমল
...
হিফজ সংগ্রাম
...
আমলের মুহাসাবা
"আমাদের জীবনের মুহূর্তগুলোকে যদি একত্র করে ফিল্ম আকারে প্রদর্শন করা হয়, তবে কি সেই ফিল্ম সপরিবারে এব...