প্রবন্ধ

হিফজ সংগ্রাম

লেখক:মুফতী আতীকুল্লাহ
২০ জানুয়ারী, ২০২২
২৪৩৫ বার দেখা হয়েছে
মন্তব্য

কুরআন কারীম হিফয করতে পারা দুর্লভ এক অর্জন। এই নেয়ামত আমাকে কেউ হাদিয়া-উপহার হিসেবে দিতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়েও আমাকে হাফেজ বানাতে পারবে না। এই নেয়ামত একান্তই আল্লাহর দান। আল্লাহ তার বাছাই করা প্রিয় বান্দাদেরই শুধু কুরআন কারীম হিফজের সৌভাগ্য দানে ভূষিত করেন। 


এমন এক দুর্লভ সম্পদ কেন হাতছাড়া করব? সমস্ত ইচ্ছাশক্তি একত্র করে, হিফজ শুরু করে দিতে পারি না? এমন তো নয়, সারাদিন হিফজ নিয়েই পড়ে থাকতে হবে। একমাস বা একবছরেই হাফেজ হয়ে যেতে হবে। হাফেজ হওয়ার নিয়তে এক আয়াত আয়াত করে মুখস্থ করে দিতে পারি। যতদিন লাগে লাগুক। আমি হিফজ করছি, আমার হিফজপ্রচেষ্টা অব্যাহত আছে-এটাই বড় কথা। 


পাঁচওয়াক্ত নামাজের আগে বা পরে একটা আয়াত মুখস্থ করে, হাঁটতে চলতে ওই একটি আয়াতই বারবার তাকরার-রিপিট করতে থাকতে পারি। এটুকু তো অন্তত যে কেউ করতে পারি। যত ব্যস্তই থাকি, এ পদ্ধতিতে অগ্রসর হলে, কোনও কাজেই ব্যঘাত ঘটবে না। 

রাব্বে কারীম তাওফীক দান করুন। আমীন।

প্রসঙ্গসমূহ:

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

من مقال الشيخ عبد الفتاح

...

শাইখুল ইসলাম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
৯ নভেম্বর, ২০২৪
১৫৪৯ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →