আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৮১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমি বেশ কিছু দিন আগে স্বপ্নে দেখলাম আমার নানু বাড়িতে উঠানে অনেক মানুষের ভিড় জমেছে এবং তারা বলছে যে নবিজি (স) আসছেন।তারপর আমি উনাকে একটি উঁচু খাটে উনাকে দেখতে পেলাম। উনার নুর চারদিকে ছড়িয়ে পড়ছিল। কিন্তু উনার মুখ দেখতে পাই নি। এই স্বপ্নের ব্যাখা কি???

৩১ অক্টোবর, ২০২১
ভালুকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ইনশাআল্লাহ অচিরেই অপনি হয়তো কোনো নেয়ামত লাভ করবেন। নিয়মিত সুন্নতের এহতেমাম করতে থাকুন। অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করুন। বেপর্দা, নজরের খেয়ানত ইত্যাদী থেকে বিরত থাকুন। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন। আমিন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১০৭৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি স্বপ্নে দেখলাম কেও একজন আমার কাছের মানুষ আমকে বললো আমার হাতের আংগুলের দিকে কিছু ফোস্কা পরার মতো কিছু দাগ আর এইগুলা একটা রোগের লক্ষন।তখন জিজ্ঞাসা করায় আমাকে বললো আমার ক্যান্সার রোগ ধরা পড়েছে,,অর্থাৎ আমি মারা যাবো বেশিদিন বাঁঁচবো না,,তো আমিও বলে উথলাম আলহামদুলিল্লাহ আর আমি খুশির একটা চেহারা নিয়াই ছিলকম মুখে যেমন আলহামদুলিল্লাহ অন্তর থেকে ও আলহামদুলিল্লাহ এমন ছিলান। আর আমি একবার বললাম নাকি ভাবলাম যে আমার জন্য এইটা খুশির ব্যাপার কারন আল্লাহর ডাক আসছে আর আমার যাওয়া লাগবে সাক্ষাৎ এর জন্য।
এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ নভেম্বর, ২০২১
ঢাকা